বিশ্ব বিবেক স্তম্ভিত করা হত্যাযজ্ঞ

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

নন্দিনী ডেস্ক
বাংলাদেশের নারীরা যে দেশপ্রেমিক ছিলেন, রাজনৈতিক সচেতন ছিলেন তার প্রমাণ- তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি তারা নিজের স্বামী, সন্তান, ভাই, প্রতিবেশীকে উৎসাহিত করেছিলেন শত্রম্নর মোকাবিলা করতে। নিশ্চিত মৃতু্য জেনেও লাঠিসোঁটা নিয়ে যুদ্ধে যেতে সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছিল হাসিমুখে। একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন বহু নারী অথচ সেই তুলনায় বীরপ্রতীক খেতাব বা বীরের সম্মান তেমনভাবে দেয়া হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেয়েরাও অংশ নেন সাহসের সঙ্গে। অস্ত্র হাতে যুদ্ধ করেন তারা। নারীরা সম্ভ্রমহানি হলেও পৌঁছে দেন মুক্তিযোদ্ধাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ গোপন খবর। পাকিস্তানিদের গতিবিধির খবর জোগাড় করা এসবই ছিল মুক্তিযুদ্ধের অতি গুরুত্বপূর্ণ অংশ। তারা এই ভূমিকা পালন করেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, চরম নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা নিয়েই। শুধু তাই নয়- কাজ করেন চিকিৎসক হিসেবে, সেবিকা হিসেবে। স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ ক্ষেত্রে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছেন।