সাদা থাকলেই স্নিগ্ধতা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ঘরে ফিরে যদি দেখেন চারদিকে সাদা রঙের স্নিগ্ধতা, কিংবা সকালে ঘুম থেকে উঠে যদি জানালার সাদা পদার্র দিকে চোখ যায়, তবে মনটা ভরে ওঠে। ঘরের সৌন্দযর্ বাড়াতে পদার্র জুড়ি নেই। নানা রঙের পদার্র সঙ্গে অনেকেই আজকাল পছন্দের তালিকায় রেখেছেন সাদা পদার্। সাদা কিংবা অফ হোয়াইট পদার্ দেখতে যেমন শুভ্র লাগে, তেমনি এ পদার্ তাপশোষণ করে না, ফলে ঘর গরম হয় না। বাড়িতে ঢোকার সময় সবাই প্রথমে আসেন বসার ঘরে। তাই বসার ঘরের পদার্ নিবার্চনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন বসার ঘরের প্রতিটি আসবাবের সঙ্গে পদার্র সামঞ্জস্য থাকে। বসার ঘরের আসবাবগুলো সাধারণত কারুকাযর্খচিত হয়। ফলে পদার্র রং যদি এর বিপরীত হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। সাদার মধ্যে হালকা ফুলের কাজ করা পদার্ ব্যবহার করা যেতে পারে এখানে। আবার বসার ঘরে ব্যবহৃত কুশনের মধ্যে বøক কিংবা সুতার কাজ করা থাকে, সেখানকার একটা নিদির্ষ্ট রং নিবার্চন করে সাদা অথবা অফ হোয়াইট পদার্র ভেতরে সেই রঙের সুতা আর বøকের কাজ করিয়ে নেয়া যায়। হালকা কাপড়ের পদার্ যাদের পছন্দ, তারাও চাইলে হালকা রঙের ভারী কাপড়ের পদার্ ঝুলিয়ে এর সঙ্গে দিতে পারেন নেটের পদার্।