রং করা চুলের যতœ

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
একেকজনের চুলের ধরন একেক রকম। কারও চুলে কম ক্ষতি হয়, কারও বেশি ক্ষতি হয়। চুল ফেটে যায় অনেকের। সপ্তাহে একদিন না পারলে ১৫ দিনে একবার অবশ্যই অভিজ্ঞ হাতের দ্বারা হেয়ার স্পা, প্রোটিন ট্রিটমেন্ট করাতে হবে। চুল রং করার পর পরই চুলের কীভাবে যতœ নেবেন, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামশর্ নিয়ে নেবেন। চুলের রং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রোদ থেকে। এ সময়ে রোদ নিরোধক সিরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া চুলের স্কাফর্ অথবা ছাতা চুল ঢাকার জন্য সব সময় ব্যাগের মধ্যেই রাখুন। রং করা চুলের জন্য বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার কিনতে পাওয়া যায়। বাড়িতে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে সব সময়। রং করা চুলে সরাসরি মেহেদি লাগাবেন না। মেহেদির সঙ্গে অন্যান্য উপকরণ মেশানো থাকলে তবেই সেটা ব্যবহার করা যাবে। চুলের কোনো কোনো অংশ ফাটা, খারাপ থাকতে পারে। সে চুলগুলো কেটে তারপর রং করান। তা না হলে চুল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।