বছরজুড়ে সুতি শাড়ি

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
বাঙালি নারীর কাছে সুতি শাড়ির কদর বছরজুড়েই। কেননা শাড়িতেই লুকিয়ে থাকে ষোলআনা বাঙালিয়ানা। তা ছাড়া এমন গরম আবহাওয়ায় পোশাক হিসেবে সুতি শাড়ির বিকল্প নেই। তাই ভারতীয় জজের্ট আর বিদেশি নানা কাপড়ের ভিড়ে দেশীয় সুতি শাড়ি আপনাকে করে তুলতে পারে ব্যতিক্রম। এমনকি দেশীয় সুতি শাড়ি আপনার সাজে নতুনত্ব আনতে পারে। সবোর্পরি আপনাকে ফুটিয়ে তোলে আপন ঢঙে। সাধ ও সাধ্যের মধ্যে নানা বৈচিত্র্যের সুতি শাড়ি পেয়ে যাবেন শাড়ির দোকানে। তসরের কাপড়ের কথা শুনলেই কেমন যেন ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। সম্পূণর্ সুতি নাহলেও গরমে বেশ আরামদায়ক এ কাপড়। কারণ এতে সুতার সংমিশ্রণ রয়েছে। বাজারে আরও অনেক দেশীয় সুতি শাড়ি পাওয়া যায়। এরমধ্যে রয়েছে সোনারগঁায়ের হাজার বুটি শাড়ি, শান্তিপুরী, বøকপ্রিন্ট, বাটিকের সুতি শাড়ি এবং বিভিন্ন নকশায় সুতি প্রিন্ট শাড়ি। সুতি শাড়ির ভঁাজে ভঁাজে লুকিয়ে আছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি।