গয়নার বাক্স

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সোনিয়া সুলতানা
শাড়ি পরা, চুল বঁাধা, সাজÑ সব শেষ, বাকি শুধু গয়না পরা। মনে মনে হয়তো ভেবে রেখেছেন সাদা রঙের জামদানি শাড়িটার সঙ্গে পরবেন চাপা সাদা একটা মুক্তার মালা। কিন্তু সময়মতো খুঁজেও আর পেলেন না সেটি। সেদিন অন্য গয়না দিয়েই কাজ চালিয়ে নিলেন। পরে হয়তো ড্রয়ারের কোনা থেকে বের হলো সেই মালা। গয়না যেমন যতœ নিয়ে খুঁজে খুঁজে কেনেন, তেমনি তা সংরক্ষণ করাতেও চাই যতœ। আর এ জন্য বাজারে পাবেন নানারকম গয়নার বাক্স। নকশার বাহারে সেসব এতটাই বৈচিত্র্যময় যে শোপিস বলেও চালিয়ে দেয়া যায়। উপাদান : কাঠ, বেত, বঁাশ, কাপড়, চামড়া সবকিছু দিয়ে তৈরি গয়নার বাক্সই পাবেন। কোনোটা গোলাকার, কোনোটা চার কোনা। কোনোটায় আবার আছে ছোট্ট তাকের মতোই অনেক ড্রয়ার। কোনোটার ভেতরে আয়নাও বসানো থাকে। তবে বাক্সে ঠিক কীভাবে সাজিয়ে রাখবেন আপনার পছন্দের গয়নাগুলো, তা-ও তো জানতে হবে! কাগজের বাক্স হলে তাতে যে কোনো ধরনের গয়না রাখা যাবে। রাখা যাবে বঁাশ, বেত, কাঠ, পাটের তৈরি বাক্সেও। তবে বাক্সে যেন বাতাস চলাচল না করে, তা নিশ্চিত করতে হবে। কারণ, তাতে গয়নার রং নষ্ট হওয়ার ভয় থাকে। ধাতব গয়নার জন্য ধাতুর তৈরি বাক্স ব্যবহার করতে পারেন। সংগ্রহ বেশি হলে অনেক ড্রয়ারযুক্ত গয়নার বাক্স ব্যবহার করা যেতে পারে। এক ড্রয়ারে সোনার গয়না, অন্যটায় রুপারÑ এভাবে সাজিয়ে রাখা যায়। আর পাথরের গয়নাগুলো আলাদাভাবে রাখুন। বাক্সের ফোমের সঙ্গে গেঁথে রাখুন ছোট গয়না। যেমন নাকফুল, ছোট দুল এগুলো। যে গয়নাগুলো ভঁাজ করা যায়, যেমন মাদুলি, তা গোল বাক্সে রাখতে পারেন। শক্ত, বড় গয়নার জন্য ব্যবহার করুন চার কোনা বড় বাক্স। অনেক বাক্সে আবার তালা-চাবি দেয়ার ব্যবস্থা থাকে। এতে দামি গয়নাগুলো রাখতে পারেন। আলাদাভাবে গয়নার বাক্স কিনতে না চাইলে ফেলনা অনেক কিছু দিয়েই বানিয়ে ফেলতে পারেন নিজের বাক্স। আইসক্রিমের বাক্সে রাখতে পারেন গয়না। মুঠোফোনের শক্ত কাডের্বাডের্র বাক্সটিও ব্যবহার করতে পারেন। চাইলে তা মুড়ে নিতে পারেন রংচঙে কাগজ দিয়ে।