বাড়িতেই পালাের্রর সাজ

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

আনিকা ইবনাত
সহজেই বাড়িতে বসে করতে পারেন মেকআপ মডেল : স্পন্থা ঊমির্
বাড়িতে বসে মেকআপ অনেকের কাছেই ঝক্কির বিষয়। সব সময় সৌন্দযর্চচার্ কেন্দ্রে গিয়ে সাজার সময় ও সামথর্্য কোনোটাই থাকে না। কীভাবে করবেন, কোনটা আগে ব্যবহার করবেন বুঝতে পারেন না। তাদের জন্য পরামশর্ দিয়েছেন রূপবিশেষজ্ঞ নাহিদা ফেরদৌস। তিনি বলেন, মৌলিক কিছু বিষয় মাথায় রাখলে সহজেই বাড়িতে বসে করতে পারবেন মেকআপ। সে জন্য হাতের কাছে কমপ্যাক্ট পাউডার, গাঢ় শেডের প্যানকেক, মাশকারা, আইশ্যাডো, আইলাইনার, কাজল, লিপস্টিক, লিপলাইনার, কনসিলার, বøাশন ব্রাশ ও ফাউন্ডেশন রাখতে হবে। এসব প্রসাধনসামগ্রী ব্যবহারের নিয়ম জেনে নিন। তাহলে ঘরে বসেই করে ফেলতে পারবেন মেকআপ। দিনের কোনো অনুষ্ঠানে বা ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে ত্বকে দাগ থাকলে কনসিলার দিয়ে ভালো করে মিশিয়ে নিন ত্বকের সঙ্গে। এরপর কমপ্যাক্ট পাউডার দিন। এতে ত্বক সতেজ দেখাবে। এবার আসা যাক চোখের সাজে। অনেকে বুঝতে পারেন না, কাজল ও আইলাইনার দেয়ার আগে আইশ্যাডো ব্যবহার করবেন, নাকি পরে। রূপবিশেষজ্ঞের পরামশর্ হলো, শুরুতে চোখের ওপরের পুরো জায়গায় আইশ্যাডো দিতে হবে। সে সময় দুই বা তিন শেডের আইশ্যাডো দিতে পারেন। এরপর চোখ সুন্দর দেখাতে চাইলে চোখের পাতার একদম ভেতর দিয়ে কাজল দিন। এবার আইলাইনার বা কাজল চোখের ওপরে বা নিচে দিতে হবে। তবে চোখ আকষর্ণীয় করার জন্য ঘন করে মাশকারা দিতে হবে। একবার মাশকারা দিয়ে কিছুক্ষণ রেখে আবার মাশকারা দিন। খেয়াল রাখবেন, মাশকারা দেয়ার সময় চোখের ওপরের পাতা ওপরের দিকে উঠিয়ে দিতে হবে। আর পাতাগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। চোখের পাশাপাশি ভ্রæও সাজাতে হবে। আইব্রো পেনসিল দিয়ে ভ্রæ এঁকে নিয়ে এরপর শুকনো মাশকারা ব্রাশ দিয়ে অঁাচড়ে নেবেন। বাড়তি সৌন্দযর্ যোগ করতে বাদামি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। গরমে ম্যাট লিপস্টিক দিতে হবে। আর রাতের কোনো অনুষ্ঠানে ভারী লিপগøস ব্যবহার করতে পারেন। এ ছাড়া লিপস্টিক দীঘর্ক্ষণ ঠেঁাটে রাখার জন্য প্রথমে লিপস্টিক থেকে এক শেড গাঢ় লিপলাইনার দিয়ে ঠেঁাট অঁাকতে হবে। এতে লিপস্টিক ছড়িয়ে পড়ে না। এবার টিস্যু দিয়ে চেপে নিতে হবে। আর হাতের কাছে পাউডার থাকলে পাউডার দিয়ে চাপ দিয়ে আবার লিপস্টিক লাগাতে পারেন। পুরো সাজ শেষ হয়ে এলে বøাশন ব্যবহার করতে হবে। আর গালের ফোলাভাব বা বাড়তি চবির্ লুকাতে চাইলে গাঢ় শেডের প্যানকেক নিয়ে সেগুলো ঢেকে দিতে পারেন। এর ওপর বøাশন লাগালে গাঢ় শেড বোঝা যাবে না।