টুকটুক লাল ঠেঁাট

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
লিপস্টিক দিয়ে দুই ঠেঁাট চেপে বা হালকা করে পাউডার দিয়ে আরেকবার লিপস্টিকের প্রলেপ দিলেও তা দীঘর্স্থায়ী হবে। যারা লিপস্টিক দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্যও সমাধান আছে। লিপগøস ব্যবহার করুন। এর ওপর আরেকটি বিশেষ ধরনের লিপগøসের প্রলেপ দিন। লিপগøস দীঘর্স্থায়ী করার এই প্রসাধনসামগ্রী বাজারে পাওয়া যায়। ভালো ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী ব্যবহার করা উচিত। এ ছাড়া মুখের উজ্জ্বলতা বাড়াতে ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন। ছোট ব্যাগে কমপ্যাক্ট পাউডার, কাজল, সুগন্ধি, চিরুনি ও লিপস্টিক সঙ্গে রাখুন। এ ছাড়া ওয়েট ওয়াইপস ও টিস্যু অবশ্যই রাখতে হবে। হালকা মেকআপ হলেও বাড়িতে ফিরে ভালোভাবে তা তুলে ফেলুন। নিয়মিত ত্বকের যতœ নিন, তাহলে সব সময়ই স্নিগ্ধ থাকবেন।