পূজায় ছেলেদের পোশাক

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ফারহানা জামান
উৎসবে ছেলেদের পোশাকে প্রাধান্য পায় পাঞ্জাবি
সপ্তমী থেকে নবমী পযর্ন্ত সকালে মÐপে অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতির নরম আরামদায়ক পোশাক পরতে পারেন। কেউ ইচ্ছা করলে পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়া পরতে পারেন। অনেকে আবার ট্রাউজারের সঙ্গে খাটো পাঞ্জাবি পরতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেরা আড্ডা দেয়ার সময় টি-শাটর্ অথবা হাফ শাটর্ও পরতে পারেন। কেউ চাইলে সপ্তমী থেকে নবমী পযর্ন্ত সকালে একেক দিন একেক ধরনের পোশাকও বেছে নিতে পারেন। রং বাছাইয়ের ক্ষেত্রে দিনের বেলায় হালকা রংকে প্রাধান্য দেয়া ভালো। সাদা রং সব সময়ই পবিত্রতার প্রতীক। সকালে অঞ্জলি দিতে তাই সাদা রঙের পোশাকের বিকল্প হয় না। তবে কম বয়সীরা লাল, সবুজ, হালকা নীল গেরুয়া রংও বাছাই করতে পারেন। তিনদিনের উৎসবের মধ্যে অষ্টমী পূজা সবার জন্যই একটু বেশি জঁাকজমকপূণর্ হয়। তাই সেদিনের সাজটা হওয়া চাই একটু আলাদা। পোশাকে পূজার আমেজ ফুটে ওঠে ধুতির মাধ্যমে। ধুতি পরার ইচ্ছা অনেকের থাকে কিন্তু এই ইচ্ছা পূরণ হয় না। ফ্যাশন হাউস রং এবার ছেলেদের ধুতি পরার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এনেছে প্যান্ট ধুতি অথার্ৎ সেলাই করা ধুতি। এতে ধুতি বঁাধার ঝামেলা নেই। ধুতির সঙ্গে মিলিয়ে পরতে পারেন রাজকীয় মোটিফের পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পরতে পারেন। রাতের অনুষ্ঠানে গাঢ় রংগুলো বাছাই করা ভালো। বয়স্কদের জন্য সাদা, চাপা সাদা, ঘিয়ে, বাদামি শেডের রংগুলো বাছাই করতে পারেন। পাঞ্জাবি পরতে পারেন একটু ভারী। যেমন তসর, বলাকা সিল্ক, রাজশাহী সিল্ক, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক কাপড়ের ওপর। আর রাতে তরুণরা এই কাপড়ের ওপর লাল, কালো, সবুজ, চকোলেট, মেরুন রংগুলো প্রাধান্য দিতে পারেন। দশমীতে রং খেলা হয়। সেদিন সাদা লাল রঙের পাঞ্জাবি পরা যায়। দশমীতে অনেকে আত্মীয়ের বাড়ি যান, গুরুজনদের আশীবার্দ করতে যান। এ ক্ষেত্রে পাঞ্জাবি ও ধুতি অথবা শটর্ পাঞ্জাবি ও পায়জামা পরতে পারেন। পাঞ্জাবি ও ধুতির সঙ্গে কোলাপুরি স্যান্ডেল তো অবশ্যই চাই। পাঞ্জাবিতে যারা সব সময় স্বস্তিবোধ করেন না, তাদের জন্য রয়েছে টি-শাটর্। পূজায় লাল-সাদা রং অনেক বেশি উৎসবমুখর দেখায়। প্রকৃতির রঙের সঙ্গে শারদীয় দুগার্ উৎসবে আপনার পোশাকটির রংকে মিলিয়ে আপনার পূজাকে করে নিতে পারেন অনেক বেশি রঙিন।