সাধারণ সাজে আকষর্ণীয়

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
যেহেতু এখন ঋতুটাও বদলেছে। কখনো রোদ, আবার কখনো হালকা শীত। তাই ত্বক পরিষ্কার রাখাটা অনেক জরুরি। কৃত্রিম ফেসওয়াশের বদলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ক্লেনজার। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে যে কোনো ত্বকে ব্যবহার করতে পারেন। তা ছাড়া ময়দা, দুধ, শসার রস, গাজরের রস, কঁাচা হলুদ, মধু, মসুর ডালের বেসন বা মসুর ডাল বাটা এসব মিশিয়ে একটি প্যাকও বানাতে পারেন। তবে সবকিছু ছাড়িয়ে মূল যে কথাটা মেনে চলার চেষ্টা করতে হবে তা হলো, নিজেকে ভালোবাসতে হবে। আমরা নিজেরা যদি ভালো না থাকি, তাহলে আশপাশের কাউকে ভালো রাখতে পারব না। অবহেলায় ফেলে রাখলে জন্মসূত্রে পাওয়া সৌন্দযর্ও ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আর যদি ভালোবেসে নিজের একটু যতœ নিই, তাহলে সাধারণ মুখটিও হয়ে উঠবে আকষর্ণীয়।