শীতের টিপস

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
শীত এসে গেছে। ঘর-বাড়িতেও তাই এখন প্রয়োজন কিছু প্রস্তুতি। এ নিয়ে কিছু পরামশর্Ñ শীতের এ সময়ে যেহেতু সোয়েটার, শাল, জ্যাকেট, লেপ, কম্বল ব্যবহার করা হয়, তাই এগুলো রাখার জন্য প্রথমেই নিদির্ষ্ট স্থান নিবার্চন করতে হবে। যেখানেই শীতের পোশাক রাখা হোক, তাতে ন্যাপথলিন ব্যবহার করা ভালো। অবশ্যই নিদির্ষ্ট স্থানে, যেমন আলমারিতে রাখার সময় গুছিয়ে রাখতে হবে। ছেলেদের জ্যাকেট, বেøজার-এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে। এ ছাড়া ঘরের জানালার কোনো শাসির্ কিংবা কাচ ভেঙে নষ্ট হয়ে গেলে তা দ্রæত সারিয়ে নিতে হবে। বাড়ির উত্তর দিকের জানালা কম খুললে ঠাÐা বাতাস ঘরের ভেতর তেমন ঢুকতে পারে না। শীত আসার আগেই বাড়ির ওয়াটার হিটার, গিজার এসব যন্ত্র ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর শীত আসার আগে সোফার কভার, ভারী পদার্ এগুলো ধুয়ে রাখা ভালো। খেয়াল রাখতে হবে ঘরের মেঝে যেহেতু এ সময় ঠাÐা থাকে, তাই ছোট বাচ্চাদের ঠাÐা লেগে যেতে পারে। এ জন্য ব্যবহার করতে পারেন শতরঞ্জি কিংবা ফ্লোরম্যাট।