ধুলাবালির শহরে ব্রণের সমস্যা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
আমাদের মুখের ত্বকে স্বাভাবিকভাবেই তেলের উপস্থিতি থাকে। ত্বকের সুরক্ষা নিশ্চিত না করে বাইরের রোদ, ধুলাবালি, ময়লা পানি ইত্যাদি মুখে লাগালে এবং নিয়মিত ত্বক পরিষ্কার না করলে ব্রণ হওয়া স্বাভাবিক। হঠাৎ ব্রণ হলে প্রথমে খুঁজে বের করতে হবে কেন ব্রণ হলো। মেয়েদের ঋতুস্রাব চলাকালেও ব্রণ হতে দেখা যায়। এ ছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, অনিদ্রা, অ্যালাজির্ আছে এমন খাবার খেলে ব্রণ হতে দেখা যায়। এসব বিষয়ে সতকর্ থাকলে ব্রণের সমস্যা চলে যাবে। অধিকাংশ সময় দেখা যায়, হঠাৎ ওঠা ব্রণ হঠাৎই চলে যায়। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে সতকর্ হতে হবে। নিয়মিত ক্লেনজার ও টোনার দিয়ে ঘুমানোর আগে ও পরে মুখ পরিষ্কার করতে হবে। তা ছাড়া বরফও ঘষতে পারেন মুখে। বরফ দিলে ব্রণ কমে। কোনো নিমন্ত্রণ বা খুব তাড়া থাকলে লবঙ্গ পেস্ট করে ব্রণের ওপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। দু-এক দিনের মধ্যেই ব্রণ চলে যাবে। হঠাৎ ওঠা ব্রণের প্রতিকার করতে অনেকেই নখ বা সূ² কিছু দিয়ে ব্রণের শাল বের করে দেন। এ অভ্যাসটাকে তুলনা করা যায় নিজেই নিজের পায়ে কুড়াল মারার সঙ্গে। এমনটি করলে হাতের ময়লা ব্রণে লেগে জীবাণুর সংক্রমণ বাড়ে এবং ত্বকে দাগ পড়ে যায়। তাই যতটা সম্ভব ব্রণে হাত বা অন্য কিছুর স্পশর্ দেয়া থেকে বিরত থাকুন।