তারুণ্যের আরেক নাম গিটার

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
বতর্মান প্রজন্মের তরুণদের কাছে গিটার একটি প্রিয় নাম। আড্ডা কিংবা পাটির্ অথবা হ্যাঙআউটে এটি আনন্দের অনেক বড় একটি উপকরণ। নানান রং ও ডিজাইনের গিটার আজকাল হাতের কাছে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের তরুণরা যে গিটার শিখতে চায়, তা হলো অ্যাকুস্টিক স্প্যানিশ গিটার। ঘরোয়া আড্ডা, ক্যাম্পাস বা বন্ধুদের আড্ডায় অ্যাকুস্টিক গিটারের গুরুত্ব বেশি। আরও রয়েছে ফ্লেমিংগো, ক্ল্যাসিকাল, স্প্যানিশ জিপসি ইত্যাদি গিটার। এ গিটারগুলো চীন, জাপান, কোরিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে নিমার্ণ হয়ে থাকে। রাজধানী ঢাকাসহ দেশের যে কোনো বাদ্যযন্ত্রের দোকানে পাওয়া যাবে এ ধরনের গিটার। তবে উন্নত মানসম্পন্ন গিটার কিনতে যেতে পারেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়।