শীতের বিউটি টিপস

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তানিয়া তন্বী
মডেল : শ্রাবন্তী শ্রাবণ ছবি : রকিবুল রুমন
শীতের রুক্ষতা প্রকৃতি থেকে যেমন সজীবতা কেড়ে নেয় তেমনি আমাদের ত্বকও হয়ে যায় রুক্ষ ও প্রাণহীন। এ সময় ত্বকের স্বাভাবিক আদ্রর্তা ধরে রাখা খুবই জরুরি। ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে প্রতিবার হাত, মুখ পরিষ্কার করার পর লোশন বা অলিভ অয়েল ব্যবহার করুন ত্বক ভেজা থাকতেই। যে কোনো ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজারটি অয়েল বেইজড্, ওয়াটার বেইজড্ বা ক্রিম বেইজড্ হতে পারে। ১. শীতে আপনার পারফিউম : সুগন্ধি ছাড়া নারীর সাজের সৌন্দযর্ অপূণর্ রয়ে যায়। পরিবতির্ত ঋতুতে চাই পারফিউমের বৈচিত্র্য। প্রতিটি ঋতুর জন্য রয়েছে আলাদা সুগন্ধি। কোনোটা ফুলেল আবার কোনোটা কস্ত‚রীর গন্ধযুক্ত। শীতে বেশি পোশাক পরার জন্য সব পারফিউম তার সুবাস ছড়াতে পারে না। তাই আপনার দৈহিক গঠনের ওপর ভিত্তি করে পারফিউম পছন্দ করবেন। শুকনো ও আদ্রর্তাশূন্য ত্বকে পারফিউমের সুগন্ধি বেশিক্ষণ স্থায়ীও হয় না, এ জন্য কড়া কোনো সুগন্ধি ব্যবহার করাটাই ভালো। যারা একটু গম্ভীর প্রকৃতির তারা কস্ত‚রী গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করে দেখতে পারেন, এটা আপনার মুডের সঙ্গে ভালোই মানিয়ে যাবে। আর রোমান্টিকদের জন্য রয়েছে ভালো ফলের গন্ধযুক্ত পারফিউম। ২. শীতের তিন ফেসিয়াল : তিন ফেসিয়াল ব্যবহারে শীতে ত্বক শুষ্ক টান টান হয়ে ওঠে। এ অবস্থায় ত্বকের নমনীয়তায় প্রয়োজন বিশেষ ফেসিয়াল। ফেসিয়াল ত্বকের ভেতর থেকে ময়লা বের করে উজ্জ্বলতা আনে। তবে এই ফেসিয়াল করার আগে অবশ্যই ত্বকের ধরন বুঝে করতে হবে। এই সময়ে ত্বকে উজ্জ্বলতার জন্য বেছে নিতে পারেন এই ফেসিয়ালগুলো। অ্যালোভেরা : প্রথমে মুখটা ঠাÐা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এরপর ঠাÐা ম্যাসাজ ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ত্বকটা নরম করে নিন। এবার স্ক্রাব দিয়ে ত্বকের ওপর জমে থাকা মরা কোষ ও ময়লা পরিষ্কার করে নিন। মুখটা ভালো করে মুছে অ্যালোভেরা প্যাক লাগান। সতকর্তা : * ফেসিয়াল আবহাওয়া বুঝে করা উচিত। * নিজের ত্বকের ধরন বুঝে ফেসিয়াল না করলে মুখে অনেক সময় সমস্যা হতে পারে। * স্টিম নিলে ত্বকের পোরগুলো খুলে যায়। তাই স্টিম শেষে বরফ দিলে পোরগুলো বন্ধ হয়ে যাবে।