চাই চুলের যতœ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
এমনিতেই শীতকালে চুলে খুশকির যন্ত্রণা। তারপর চুল হয়ে পড়ে রুক্ষ। চুলের এসব সমস্যায় অনেক ধরনের সমাধানই আছে যা আপনার চুলপড়া বন্ধ করতে পারে। অনেক হেয়ার পণ্য যেমন শ্যাম্পু ও কন্ডিশনার আছে যা চুলপড়া বন্ধ করে। আবার আপনার চুলের স্টাইল পরিবতর্ন করেও আপনার পাতলা হয়ে যাওয়া চুল দিয়ে অনেক রকম স্টাইল করতে পারেন যাতে চুল কিছুটা ঘন দেখাবে। যারা হেয়ার স্টাইল এক্সপাটর্ তারা জানেন কীভাবে ও কোন হেয়ার স্টাইল করলে পাতলা চুল ঘন লাগবে। তাই হেয়ার স্টাইল করার সময় আপনার সমস্যার কথা আপনার পালাের্রর হেয়ার স্টাইলিস্টের কাছে খুলে বলুন। এ ছাড়া রূপবিশেষজ্ঞদের পরামশর্ নিন আপনার খাবারের তালিকা ও ভালো চুলের পণ্যের জন্য। তবে চুল বিশেষজ্ঞরা অনেক ধরনের ট্রিটমেন্টের সঙ্গে আপনার চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ঘরোয়া আর প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও আপনি আপনার চুলপড়া রোধ করতে সক্ষম হতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূণর্ উপায় হলো আপনি যদি আপনার জন্য একটি ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন আর স্ট্রেস থেকে নিজেকে দূরে রেখে মানসিকভাবে ভালো থাকতে পারেন, তবেই আপনার চুলের স্বাস্থ্যও ভালো থাকবে যা চুলকে ঝরে যেতে বাধা দেবে।