বড়দিনের আনন্দে

যিশু খ্রিস্টের জন্মের এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে উৎসবমুখর আমেজে। বাংলাদেশেও এই দিনটি খ্রিস্টান ধমার্বলম্বী ছাড়াও অন্যান্য ধমের্র মানুষও উৎসবমুখর আমেজে কাটিয়ে থাকে। ঘরে ঘরে ক্রিসমাস ট্রি রাঙিয়ে তোলা, নানা রকমের বাতি দিয়ে ঘর সাজানো, পছন্দের পোশাক পরে বেড়াতে যাওয়া আর অনেক অনেক চকোলেট, কেক, আর সারপ্রাইজ গিফট পেতে পেতে সবার দিন কাটে মহানন্দে। এসব আনন্দের পসরা নিয়েই আজকের রঙবেরঙ...

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামিয়া আফরোজ
খ্রিস্টান ধমের্র সবচেয়ে বড় ধমীর্য় উৎসব ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে বা বড়দিন। ২৫ ডিসেম্বরকে যিশুর জন্মদিন রূপে প্রথম চিহ্নিত করেন ধমর্প্রচারক ও খ্রিস্ট ধমির্বষয়ক প্রথম ঐতিহাসিক সেকস্টাস জুলিয়াস আফ্রিকানাসর্। ২২১ খ্রিস্টাব্দে যা পরে বিশ্বময় গৃহীত হয়। রোমে ৩৫৪ খ্রিস্টাব্দ থেকে আনুষ্ঠানিকভাবে বড়দিন পালন শুরু হয়। ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন হওয়ার কারণ অনুসন্ধানে অনেক ধরনের ব্যাখ্যার মধ্যে অন্যতম হচ্ছে : রোম সাম্রাজ্যে ২৫ ডিসেম্বর দিনটি ‘সূযর্ উৎসব’ পালনের জন্য সরকারি ছুটি থাকত। এই দিনেই শীত ঋতুর অবসানে বসন্ত ও গ্রীষ্ম ঋতুর নতুন আগমনী বাতার্ নিয়ে নতুন সূযোর্দয় হয়, যার সঙ্গে লেখক ও ঐতিহাসিকরা যিশুর জন্মের একটি সহজ সমীকরণ টেনেছেন। রোমান সম্রাট কনস্টানটাইন ২৫ ডিসেম্বর দিনটিকেই যিশুর জন্মদিনরূপে চালু করেন। ক্রিসমাস ট্রি : বড়দিনের সবচেয়ে বড় আকষর্ণ থাকে ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে। প্লাস্টিকের তৈরি নানা উচ্চতার ক্রিসমাস ট্রি কিনতে পাবেন বিভিন্ন শপিং মলে। এ ছাড়া ঢাকার নানা গিজার্র পাশেও ক্রিসমাস ট্রি বিক্রি করা হয়। তেপায়া বা চার পায়া স্ট্যান্ডে দঁাড়ানো সে ক্রিসমাস ট্রি হয় সবুজ থেকে গাঢ় সবুজ বণের্র। পাতা মসৃণ ও কেঁাকড়ানোÑ দুই রকমেরই হয়। ৪ থেকে ৮ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি পাবেন ৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন ১৫ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি। দাম পড়বে ১২০০০ থেকে ১৮০০০ টাকা পযর্ন্ত। কিনে নিতে পারেন সত্যিকারের ক্রিসমাস ট্রিও। ঢাকার বড় বড় প্রায় সব নাসাির্রতেই মিলবে আসল ক্রিসমাস ট্রি। ঢাকার আগারগঁাওয়ে অবস্থিত গ্রিন সেভারস নাসাির্রর প্রতিষ্ঠাতা আহসান রনি জানালেন, সাধারণত পাইন বা ফারজাতীয় গাছগুলো ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহৃত হয়। ২ ফুট থেকে ৫ ফুট উচ্চতার আসল ক্রিসমাস ট্রি পাওয়া যাবে ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে। কিন্তু ভালো মানের গাছ চিনবেন কেমন করে? তারও পরামশর্ দিলেন তিনি, ‘ক্রিসমাস ট্রি তো ধাপে ধাপে বেড়ে ওঠে, সে ক্ষেত্রে প্রতি ধাপে ও শীষের্ চারটি করে পাতা আছে, এমন গাছ বেছে নেয়াই ভালো। আর কেনার সময় অবশ্যই দেখে নেবেন, কোনো ফ্যাকাশে বা মরা পাতা আছে কিনা, পোকার আক্রমণ হয়েছে কিনা।’ মরিচ বাতি : ক্রিসমাস ট্রির সবুজ পাতার ফঁাকে সৌন্দযর্ ছড়াবে মিটিমিটি জ্বলতে থাকা নানান রঙের মরিচ বাতি। বাজারে বিভিন্ন দৈঘের্্যর ও বিভিন্ন রঙের লতানো মরিচ বাতি মিলে। লাল, সবুজ, নীল, হলুদ, সাদা রঙের মরিচ বাতি থেকে বেছে নিতে পারেন যে কোনোটি। আবার বৈচিত্র্যের জন্য নিতে পারেন একই লতায় অনেক রঙের মিশেল। লম্বায় ১২ ফুট থেকে শুরু হওয়া মরিচ বাতির একেকটি লতার দাম শুরু ১৫০ টাকা থেকে। স্টার বা তারাবাতি : ক্রিসমাস ট্রির চ‚ড়ায় বসে তার সৌন্দযর্ বাড়ায় স্টার বা তারাবাতির আলো। স্বচ্ছ কাচের মতো প্লাস্টিকের তারাবাতির প্রতিটি শাখায় বসানো থাকে বিভিন্ন রঙের বিন্দু বিন্দু মরিচ বাতি। ক্রিসমাস ট্রির চ‚ড়ায় বসিয়ে, তারাবাতির লতানো অংশটি মূল গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে নিচে নামিয়ে নেয়া হয়। নামিয়ে নেয়া অংশটি প্লাগ-ইন করলেই জ্বলে উঠবে তারাবাতি। তারাবাতির সঙ্গে আবার ছোট আকারের স্ট্যান্ডও পাওয়া যায়। ফলে শুধু গাছের চ‚ড়ায় নয়, টেবিলেও দঁাড় করিয়ে রাখা যাবে এমন তারাবাতি। পাওয়া যাবে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই। এলইডি বাতি : এগুলো মরিচ বাতির মতো জ্বলে-নেভে, তবে তুলনামূলকভাবে আকারে একটু বড়। পাওয়া যায় বিভিন্ন ধরনের লাল, নীল, গোলাপি রঙের লতানো এলইডি বাতি। পাবেন আঙুর, আম, গোলাপ, প্রজাপতি, সূযর্মুখী, কদম, ছোট্ট পুতুল ইত্যাদির আকারে এলইডি আলোক বাতি। নিদির্ষ্ট দৈঘের্্যর এমন সব এলইডি বাতির দাম ২৫০ থেকে ৫৫০ টাকা পযর্ন্ত। রঙিন বল : শুধু বাতিই নয়, সৌন্দযর্ বাড়াতে ক্রিসমাস ট্রির পাতায় পাতায় বেঁধে ঝুলিয়ে দিতে পারেন ছোট রঙিন বল। এগুলোয় বিদ্যুৎ-সংযোগের প্রয়োজন নেই, বাইরের আলো বলে এসে পড়লেই বল চকচক করে তার ঔজ্জ্বল্য ছড়ায়। লাল, নীল, সোনালি, হলুদÑ এমন বিভিন্ন রঙের এক সেট বা এক বাক্স রঙিন বলের দাম পড়বে ১০০ থেকে ২৫০ টাকা। খড়ের কুঁড়েঘর : ক্রিসমাস ট্রির পাশাপাশি অনেকেই রাখেন খড়ের তৈরি ছোট্ট কুঁড়েঘর বা গোয়ালঘর। আকারভেদে একেকটি কুঁড়েঘরের দাম পড়ে ৬০০ থেকে ১০০০ টাকা পযর্ন্ত। রঙিন জরির কাগজ : বড়দিনে ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হলো রঙিন জরির কাগজ। পাবেন গুচ্ছ গুচ্ছ করে সেট করা রঙিন কাগজ থেকে শুরু করে কুচি কুচি করে কেটে মালায় গঁাথা রঙিন কাগজ, নকশা কাটা রঙিন কাগজ। পাবেন ১০ থেকে শুরু করে ১৫০ টাকার মধ্যে। রঙিন রেপ্লিকা : শুধু প্লাস্টিক কিংবা আসল ক্রিসমাস ট্রিই নয়, আছে পলিথিনে মোড়ানো ক্রিসমাস ট্রিয়ের রেপ্লিকা। আরও আছে সান্তা ক্লজ ও মেরির কোলে যিশুর রেপ্লিকা। এ ছাড়া বাংলা অক্ষরে লেখা ‘শুভ বড়দিন’ বা ইংরেজি অক্ষরে লেখা ‘মেরি ক্রিসমাস’সহ আছে অনেক রকমের রেপ্লিকা। পাবেন ২৫০ টাকার মধ্যেই।