হাতের কাছে ফাস্টর্ এইড বক্স

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
সবজি কাটতে গিয়ে প্রায়ই আমাদের হাত কেটে যায়, রান্না করতে গিয়ে পুড়ে যায়, তেলের ছিটা এসে ফোসকা পড়ে। এসব সমস্যায় পড়লে অনেকেই কী করতে হবে বুঝতে পারেন না। কিন্তু প্রাথমিক চিকিৎসার কিছু জানা থাকলে ও হাতের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে, রক্ত পড়া বন্ধ করতে কিংবা পুড়ে গেলে আমরা নিজেরাই সমস্যাগুলো সমাধান করতে পারি। অন্তত ডাক্তারের কাছে যাওয়ার আগ পযর্ন্ত সে ব্যবস্থা সবার ঘরেই থাকা উচিত। এই প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণের নাম ‘প্রাথমিক চিকিৎসার বক্স’ বা ফাস্টর্ এইড কিট। ফাস্টর্ এইড কিটে যা থাকে : প্রাথমিক চিকিৎসার এই বাক্সে রাখা যেতে পারে প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি সরঞ্জাম, যা দিয়ে দুঘর্টনাজনিত ক্ষত বা আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিক চিকিৎসা করা যায়। এতে থাকতে পারে তুলা, গজ, স্যাভলন, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট, বানর্ অয়েন্টমেন্ট (ডারমাজিন, সিল ক্রিম), ব্যান্ডেজ, থামোির্মটার, কঁাচি, ব্যান্ড এইড, আইসব্যাগ, হট ওয়াটার ব্যাগ, খাবার স্যালাইন, প্যারাসিটামল জাতীয় ওষুধ, প্রেসার বা ডায়াবেটিক রোগীদের জন্য তাৎক্ষণিক চিকিৎসার কিছু ওষুধ, রক্তচাপ মাপার মেশিন, রক্তের সুগার মাপার মেশিন। এ ধরনের একটি বক্স ঘরে, অফিসে, স্কুলে রাখা অত্যন্ত গুরুত্বপূণর্।