শীতে শিশুর চুল

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
এই শীতে বড়দেরই বড় চুল নিয়ে নাকানিচুবানি। আর শিশুর বড় চুল নিয়ে তো আরো বেশি ভাবনা। শখের চুল তো আর কেটে ফেলা যায় না! শীতের শুষ্ক আবহাওয়া আর ধুলাবালি চুলের প্রধান শত্রæ। যে শিশুদের চুল লম্বা, তাদের এই শীতে অনেক বেশি সমস্যা হয়। এ সময় মায়েদের একটু বেশি সচেতন থাকতে হয়। শীতে চুলের আগা ফাটা খুবই সাধারণ সমস্যা। এজন্য শিশুর চুলের আগা কিছুটা ছেঁটে দিন। এ সময়টায় খুশকির প্রকোপ দেখা দেয়। খুশকির সমস্যায় চুলে সপ্তাহে এক দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে দুই দিন অলিভ অয়েল হালকা গরম করে শিশুর চুলে ম্যাসাজ করে দিন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে।