হিমেল হাওয়ায় ত্বক

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
শীতের হাওয়ায় এখনই অনেকের ত্বক নাজুক। লোশন আর বডি ক্রিম মাখতে মাখতে অনেকের ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট হওয়ার পথে। তাই এ সময় শুধু বাজারের ক্রিমের ওপর ভরসা না করে বাড়তি কেয়ার হিসেবে প্রচুর পানি ও তরলজাতীয় খাবার খান ও শাক-সবজি বেশি পরিমাণে খান। ত্বক তো বটেই শীতকালে ঠেঁাট ফাটার অত্যাচারও কিন্তু কম নয়। প্রতিদিনের সামান্য যতœই লাঘব করতে পারে এ কষ্টের। প্রতিদিন গিøসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠেঁাটের উজ্জ্বলতা ফিরে আসবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠেঁাটে লাগান। সপ্তাহে দুদিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। একটা লেবুর অধের্ক কেটে তার ওপর দুই ফেঁাটা মধু দিয়ে বৃত্তাকারে ঠেঁাটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠেঁাট ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠেঁাটে লাগাতে পারেন। আদ্রর্তার কারণে যাদের ঠেঁাট কালো হয়, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে গিøসারিন অথবা আমন্ড তেল মিশিয়ে ঠেঁাটে লাগাতে পারেন।