পোশাকের নন্দন জামদানি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
বতর্মানে বয়ন ধারায় জামদানি শাড়িতে সবচেয়ে বেশি আধিপত্য করলেও মোগল আমলে তা ব্যবহৃত হতো ‘আঙরাখা’ নামক বিশেষ পোশাক প্রস্তুতে। মূলত সেই সময়েই ইউরোপে জামদানির পৃষ্ঠপোষকতা শুরু হয়। পরে ইউরোপে গজ কাপড় হিসেবে জামদানি বুননের জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় শুধু গজ কাপড় হিসেবে বোনা হলেও পরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে জামদানি শাড়িতে। জমদানি শাড়ি বিভিন্ন দামের আছে। এক হাজার টাকা থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকা দামেরও আছে। কাপড়ের বুনন আর ডিজাইনের ভিন্নতার কারণে দামের হেরফের হয়ে থাকে। জামদানি বিভিন্ন শাড়ির দোকানেই পাওয়া যায়। তবুও জামদানি শাড়ির জন্য বিখ্যাত হলো সোনারগঁাওয়ের জামদানি পল্লী, মিরপুরের বেনারসি পল্লী, ধানমÐির হকাসর্ মাকের্ট ইত্যাদি। বতর্মানে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া এমনকি হোম টেক্সটাইলেও জামদানি জনপ্রিয়।