শীত ফ্যাশন এ বেøজার

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ফ্যাশনজগতে বেøজারের ফরমাল-ক্যাজুয়াল ধারণা ধুয়ে-মুছে উধাও হয়ে গেছে। বয়স, অবস্থান ও রুচিভেদে নানা ডিজাইনের বেøজার যে কারও গায়ে প্রায়ই চোখে পড়ছে। শটর্ শাটর্ আর জিন্স-প্যান্টের সঙ্গে সমন্বয় রেখে বেøজার পরে শীতকে জয় করে নিচ্ছে তরুণ-তরুণীরা। ডিজাইনে ছেলে বা মেয়েদের তেমন পাথর্ক্য নেই। তবে মেয়েদের কাটিংয়ে স্বাতন্ত্র্য আছে। যেভাবে বা যেখানেই পরুন না কেন, বেøজারের কাটিং ও ফিটিংটা কিন্তু বেশি জরুরি। তাই তৈরি করে বা তৈরি করাÑ যা-ই হোক না কেন, মাপমতোই কিনতে হবে। কঁাধ ঝুলে যাওয়া যেমন চলবে না, তেমনি আবার হাত যেখানে শেষ এর থেকে আধা ইঞ্চি মতো শাটের্র কাফ দেখা যাওয়া চাই। বেøজারের ফ্যাশনে এখন চলছে ¯িøম ফিট ফ্যাশন। দুই বা তিন বাটনের বেøজারই সবসময় চলছে বাংলাদেশে। তবে এক বাটনের বেøজারও পরছেন ফ্যাশনেবল অনেকে। নিচে রাউন্ড শেপটাই এখন সবার পছন্দ। পিছনে দুই ¯িøট ব্যবহার হলো এখনকার ফ্যাশনে। ফ্যাশনের রেডিমেড বেøজার কিনতে চাইলে যেতে হবে আটিির্স্ট, ইয়েলো, ক্যাটস আই, ফ্রিল্যান্ড, রিচম্যান, দজির্বাড়ি, জেন্টলপাকর্, জারা ম্যান, এক্সটেসি, স্মাটের্ক্স ইত্যাদি দোকানে। রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউস নানা ছঁাটের, নানা রঙের বেøজার এনেছে বাজারে। দাম পড়বে রকমভেদে ৩০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পযর্ন্ত। এ ছাড়া নিউ মাকের্ট, বঙ্গবাজারেও পাওয়া যাবে নানা ডিজাইনের বেøজার।