মসৃণ ত্বক পেতে টোনার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
সুন্দর, মসৃণ, উজ্জ্বল ত্বকের জন্য ফেসওয়াস, স্ক্র্যাব যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। টোনার রূপচচার্র বেশ গুরুত্বপূণর্ একটি অংশ। এটি ত্বক পরিষ্কার করে ত্বক টানটান রাখতে সাহায্য করে। টোনার ত্বকের এই পিএইচের মাত্রা সঠিক করে। বাজারে নানা ধরনের টোনার কিনতে পাওয়া যায়। কিন্তু বাজারের টোনার ব্যবহারে পাশ্বর্প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। ঘরে কিছু ফলের টোনার তৈরি করে নিতে পারেন। এই টোনারগুলো ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কমলার রসের টোনার এ ক্ষেত্রে বেশ উপকারী। তিন-চার টেবিল চামচ কমলার রস এবং লেবুর রস একসঙ্গে মেশান। এর সঙ্গে যে কোনো অ্যাসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। এই মিশ্রণটি তুলোর বলে লাগিয়ে ত্বকে ব্যবহার করুন। কিংবা একটা স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে ত্বকের ওপর স্প্রে করুন। নিয়মিত এই টোনার ব্যবহার করুন। এ ছাড়া শসা এবং টক দইয়ের টোনার ও আপনার ত্বককে প্রাণবন্ত রাখতে ভীষণ সাহায্য করবে। এক কাপ টক দইয়ের সঙ্গে কিছু পরিমাণ শসার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ে ভালো করে লাগান। এটি ৫-১০ মিনিট ত্বকে রাখুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত এবং স্বাভাবিক ত্বকের জন্য উপযোগী।