চোখ সাজুক রঙিন চশমায়

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
বাজারে চশমার ফ্রেম পাওয়া যায় নানা ধরনের, নানা রঙের। তবে এখনকার চশমার ট্রেন্ড হলো রঙিন ফ্রেম। সেটা একরঙাও হতে পারে, আবার শেডেরও হতে পারে। এ ছাড়া চলছে অ্যানিমাল প্রিন্টের চশমাও! জামার সঙ্গে কালার ম্যাচিং করে পরা যেতে পারে কালো, সোনালি বা রুপালি রঙের ট্র্যাডিশনাল ফ্রেম। চশমার ফ্রেম কেনার সময় অবশ্যই আপনার মুখের গড়নটাও মাথায় রাখতে হবে। মুখের আকার গোলাকার হলে একটু লম্বাটে ফ্রেম ভালো মানায়। এ ছাড়া আয়তকার বা কোণা উঁচু এমন ফ্রেমও উপযোগী। তবে ছোট গোল চশমা বা ডিম্বাকৃতির ফ্রেম আদশর্। যদিও এ ধরনের ফ্রেম এখন চলতি ফ্যাশন নয়। ডিম্বাকৃতির মুখের ক্ষেত্রে যে কোনো ফ্রেমই মানিয়ে যায়। যাদের মুখ গোলাকার তারা গোলাকৃতির ডিজাইন ছাড়া যে কোনো ফ্রেম পরলেই ভালো লাগবে। লম্বাটে চেহারার জন্য ভালো দেখাবে ওভাল এবং আয়তকার ফ্রেম। গোলাকৃতির ফ্রেমও চাইলে পরে দেখতে পারেন। ইসলামপুর, এলিফ্যান্ট রোড, বিজয়নগর, ফামের্গটে রয়েছে বেশকিছু চশমার দোকান। বতর্মানে রে-ব্যান, আরমানির চশমাগুলোই চলছে বেশি। ব্র্যান্ডের চশমার ফ্রেম পাবেন ২ হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। ব্র্যান্ড ছাড়াও পেতে পারেন মনের মতো চশমা। এসব ফ্রেমের দাম পড়বে ৩৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে।