বসন্তের দিনগুলোয়

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

তাসনিমা শোভা
বসন্ত এসে গেল। আবহাওয়া পরিবতের্নর এই সময়ে শিশুদের হতে পারে নানান রোগ-বালাই। নাতিশীতোষ্ণ এই দিনগুলোয় শিশুর জন্য অতিরিক্ত গরম কাপড়ও অস্বস্তিকর, একেবারে হালকা-পাতলা পোশাকও এ সময়টার জন্য উপযোগী নয়। আবার ছোট্টমণির সদির্কাশির মতো সাধারণ সমস্যাতেও মা-বাবা পড়েন বিপদে। শুষ্ক এই মৌসুমে শিশুদের কিছু সমস্যা হতেই পারে। তবে সমস্যা হলে ঘাবড়ানোর কিছু নেই। অনেক ক্ষেত্রে বাড়িতে একটু বাড়তি যতœ নিলেই শিশু সুস্থ হয়ে যায়। এই সময়ে শিশুদের ঢিলেঢালা, সুতি কাপড় পরানো উচিত। ভারী কাপড়ের তৈরি অঁাটোসঁাটো পোশাক না পরানোই ভালো। অবশ্য রাতে শিশুদের একটু ভারী কাপড় পরাতে পারেন। যেসব শিশু ভোরে স্কুলে যায়, তাদের একটু ভারী কাপড়ের পোশাক পরিয়ে স্কুলে পাঠানো ভালো। সেই সময়টায় টুপিও পরাতে পারেন। তবে শিশুকে শিখিয়ে দিন যেন ক্লাসের বিরতিতে বা খেলাধুলার সময় সে গরম কাপড় খুলে ফেলে। আর ছোট্ট যাদের এ ব্যাপারটা এখনো শেখানো যাচ্ছে না, তাদের সঙ্গে অভিভাবক যদি স্কুলে যান, ক্লাসের বিরতিতে তিনি নিজেই ওর গরম কাপড় খুলে দিতে পারেন। রোদ ও শিশু একেবারে ছোট শিশুদের সকালের রোদে কিছুক্ষণ রাখা উচিত। রোদে বেরোনোর আগে শিশুর ত্বকে সানস্ক্রিন লোশন লাগানো যেতে পারে। আর শিশুদের গোসল করানো উচিত রোদ ওঠার পর। হঠাৎ ঠাÐা লাগলে হালকা সদির্কাশি হলে শিশুকে মধু ও লেবু মিশিয়ে গরম পানি পান করাতে পারেন। একটু বড় শিশুরা লিকার চা খেতে পারে। ঠাÐা লাগলে শিশুকে প্রচুর পানি খেতে দিন। জলবসন্ত হলে এই সময় শিশুর জলবসন্ত হতে পারে। তাহলে প্রতিদিন শিশুর গা মুছিয়ে দিতে হবে। জ্বর থাকলে প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন। জলবসন্তে আক্রান্ত শিশুর শরীরে কোনো লোশন ব্যবহার করা ঠিক নয়। কখনো শরীরের ফোসকাগুলো গলিয়ে দেয়া যাবে না। আরও কিছু সমস্যা : এখন গরমের তীব্রতা না থাকায় পানি খাওয়া কম হতে পারে। এর ফলে শিশুর মূত্রনালিতে সংক্রমণ হতে পারে। তাই শিশুকে পযার্প্ত পানি খাওয়ান।