গরমে ম্যাট লিপস্টিক

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
গরমের জন্য উপযোগী ম্যাট লিপস্টিক। তবে সন্ধ্যায় বা রাতের অনুষ্ঠানে যেতে হলে হালকা রঙের ম্যাট লিপস্টিকের ওপরে পানিরোধক গøস ব্যবহার করুন। এতে দীঘর্স্থায়ী হবে লিপস্টিক। একই সঙ্গে চকচকে ভাবও থাকবে। যাদের ঠেঁাট রুক্ষ, তারা ক্রিম ধরনের লিপস্টিক ব্যবহার করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই রঙের লিপস্টিক ব্যবহার না করে দু-তিন রঙের লিপস্টিক মিশিয়েও দিতে পারেন। বিজ রঙের সঙ্গে পিচ রং মিশিয়ে ব্যবহার করলে ভিন্ন রকম হালকা রঙের শেড তৈরি হবে। এরকম নিজেই হালকা রংগুলোকে নিয়ে নিরীক্ষা করতে পারেন। নিজের কাছে যা ভালো লাগবে, সেই রং দিয়ে ঠেঁাট ছেঁায়াতে ভুলবেন না। উজ্জ্বল রংগুলোরই আবার বিভিন্ন হালকা শেড আছে। পছন্দমতো সেসব থেকেও বেছে নিতে পারেন। শ্যাম বণের্র মেয়েরা বাদামির বিভিন্ন শেড ও ত্বকের রঙের সঙ্গে মেলানো (নুড কালার) লিপস্টিক বেছে নিতে পারেন। তখন চোখের সাজের ওপর খানিকটা জোর দিতে হবে। দিনে কপার-ব্রোঞ্জ আইশ্যাডো দিয়ে চোখ আকষর্ণীয় করে তুলতে হবে। রাতে জমকালো ভাব আনতে স্মোকি লুকটাই মানাবে।