চোখ সাজে কাজল

প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
চোখ বুঝে করা উচিত চোখের সাজ। শুধু কাজল, আইলাইনার বা সুরমা টেনে আপনার চোখকে করে তুলতে পারেন নজরকাড়া। যদি চোখে কিছু ত্রম্নটি থাকে, একটু গুরুত্বের সঙ্গে যথার্থ সাজের মাধ্যমে তা ঢেকে নিতে পারেন। তবে চোখের সাজটি হওয়া চাই নিখুঁত ও বৈশিষ্ট্যমন্ডিত। স্থান-কাল বুঝেও চোখ সাজাতে হবে। রূপ-সৌন্দর্যের প্রকাশে চোখ একটা বড় ব্যাপার। রূপবিশেষজ্ঞরা মনে করেন, চোখের আকারের ওপর নির্ভর করে চোখের সাজ। আপনার চোখ যদি হয় কিছুটা কোটরের ভেতর ঢোকানো, তবে আইশ্যাডো হওয়া চাই হালকা। চোখের পাতা ও ভেতরের দিকে হালকা আইশ্যাডো দিন। একটু গাঢ় আইশ্যাডো লাগান পাতার ওপরে, ভ্রম্নর নিচে। মাঝারি রং থেকে আরও একটু গাঢ় রঙের আইশ্যাডো লাগান চোখের বাইরের কোণে, একটু বাইরের দিকে টেনে। ভ্রম্নর নিচে একদম হালকা রঙের আইশ্যাডো দিয়ে হাইলাইট করুন। আর ভ্রম্ন যেখানে শেষ হয়, সেই লাইনটায় খুব সরু করে সাদা আইশ্যাডো লাগান। এবার চিকন আইলাইনার বা কাজল চোখের ওপরের পাতায় নিয়ে বাইরের কোণ পর্যন্ত টেনে দিন। নিচের পাতায় চাইলে খুব সরু করে কাজল নিতে পারেন। নিচের পাতায় কাজল না দিয়ে শুধু মাশকারা লাগিয়ে নিতে পারেন। চোখের ওপরের পাপড়িতেও মাশকারা দিতে পারেন। এতে আপনার চোখ বড় ও সজীব দেখাবে। এ ধরনের চোখের পাতায় ও কোটরের ওপরের অংশজুড়ে খুব গাঢ় আইশ্যাডো লাগাবেন না। এতে চোখ আরও ভেতরের দিকে মনে হবে।