যত্ন নিন ময়লা ত্বকের

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ত্বক তৈলাক্ত হলে বাইরে গেলেই মুখ তেলতেলে দেখায়। ছেলেদের ত্বকে এই সময়েও আর্দ্রতা ধরে রাখাটা জরুরি। যে কারণে প্রতিদিন পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। বাইরে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে ভালোমতো মুখ পরিষ্কার করে নিন। বাইরে থেকে এসে মুখ পরিষ্কার করে নিতে হবে। রাতে ঘুমানোর আগে মুখে একটু ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন দিয়ে ঘুমাতে পারেন। এতে ত্বক কোমল থাকবে। সকালে উঠেই তা আবার পরিষ্কার করে ফেলুন। ত্বকের কালচে ভাব এড়াতে এই সময়ে নিয়মিত গোসল করাটা জরুরি। গোসলের সময়ে পুরো মুখ ও শরীর পরিষ্কার করে নিলে ময়লা জমে থাকতে পারে না।' তিনি আরও জানান, বাইরে গেলে যাদের ত্বকে কালচে ভাব আসে, তারা সানস্ক্রিন লোশন ব্যবহার করতে পারেন। আর এটি কেনার আগে অবশ্যই এসপিএফ কত, তা দেখে কেনা ভালো। অনেকে মনে করেন, সারা বছর ত্বকে সানস্ক্রিন লোশন লাগানো ঠিক নয়, এ ধারণাটা সম্পূর্ণ ভুল বলে জানান শি বিউটি অ্যান্ড ফিটনেসের স্বত্বাধিকারী শাহনাজ পারভীন।