গরমে চাই নরম কাপড়

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
রোদের দাপট চলছে এখন। পোশাকের বেলায় তাই এখন পছন্দে এগিয়ে আছে সুতি কাপড়ের পোশাক। যতটা সম্ভব পাতলা আর নরম কাপড়ের পোশাকই এই সময়ে বেশি আরামের। তবে তাতে বৈচিত্র্যের কমতি নেই। গ্রীষ্মে ছেলেদের পোশাক যতটা সাধারণ হয়, ততই ভালো। এ সময়ে সুতি কাপড়ে শান্তি মিলবে। চড়া রঙের বদলে একটু কোমল রঙের পোশাক হলেই ভালো। ফতুয়া, শার্ট বা পাঞ্জাবি যা-ই হোক, পাতলা কাপড় বেছে নিতে পারেন।' বাজারে সুতি কাপড়ের নানা ধরনের পোশাক দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্যাশন হাউসে কথা বলে জানা যায়, গোল গলার হাতাকাটা ও হাফ হাতা ফতুয়ার চাহিদা বেশি। এটা আবার সময়ের সঙ্গে অনেকটা স্টাইলিশ পোশাক হিসেবেও তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যয় আবিদের সঙ্গে। তিনি বলেন, 'গরমে হাতাকাটা ফতুয়ার সঙ্গে খাটো প্যান্ট পরি।