হালকা লিপস্টিকে জমকালো

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
লাল, ম্যাজেন্টা কিংবা কমলা- হাল আমলে এমন উজ্জ্বল রঙের লিপস্টিকের চল। কিন্তু অনেকেই উজ্জ্বল রঙে স্বাচ্ছন্দ্য নন। আবার গরমে হালকা রঙের লিপস্টিক বেশি মানানসই। সব মিলিয়ে এই সময়ে বেছে নিতে পারেন হালকা রঙের লিপস্টিক। গোলাপি, বাদামির নানা শেডেও হয়ে উঠতে পারেন বর্ণিল। পিচ, মভ, বাদামি ও হালকা গোলাপি রঙের লিপস্টিককে প্রাধান্য দিতে পারেন। ত্বকের রং কী, তা বিবেচনা না করে, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায়, তেমন রংই বেছে নিন। শ্যাম বর্ণের মেয়েরা বাদামির বিভিন্ন শেড ও ত্বকের রঙের সঙ্গে মেলানো (নুড কালার) লিপস্টিক বেছে নিতে পারেন। তখন চোখের সাজের ওপর খানিকটা জোর দিতে হবে। দিনে কপার-ব্রোঞ্জ আইশ্যাডো দিয়ে চোখ আকর্ষণীয় করে তুলতে হবে। রাতে জমকালো ভাব আনতে স্মোকি লুকটাই মানাবে। আর যাদের ত্বকের রং উজ্জ্বল, তাদের হালকা গোলাপি, পিচ ও মভ লিপস্টিক ভালো লাগে। গরমের জন্য উপযোগী ম্যাট লিপস্টিক। তবে সন্ধ্যায় বা রাতের অনুষ্ঠানে যেতে হলে হালকা রঙের ম্যাট লিপস্টিকের ওপরে পানিরোধক গস্নস ব্যবহার করুন। এতে দীর্ঘস্থায়ী হবে লিপস্টিক। একই সঙ্গে চকচকে ভাবও থাকবে। যাদের ঠোঁট রুক্ষ, তারা ক্রিম ধরনের লিপস্টিক ব্যবহার করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই রঙের লিপস্টিক ব্যবহার না করে দু-তিন রঙের লিপস্টিক মিশিয়েও দিতে পারেন।