চাই রঙিন পোশাক

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলা নববর্ষের বিশেষ এই দিনটিতে বাড়ির ছোট সদস্যটিরও চাই রঙিন পোশাক। বৈশাখে শিশুকে কী পরাবেন, তা নির্ভর করবে আবহাওয়াসহ পারিপার্শ্বিক অনেক কিছুর ওপর। এ প্রসঙ্গে কয়েকজন মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, যেহেতু এটা গরমের দিন বা ঋতু, তাই তারা সন্তানের আরামকেই প্রাধান্য দিচ্ছেন। মেয়েদের ক্ষেত্রে এই পোশাক হতে পারে শাড়ি বা সালোয়ার-কামিজ। ছেলেশিশুদের ক্ষেত্রে পাঞ্জাবি, পায়জামা, ধুতি, টি-শার্ট বা ফতুয়া। চাইলে লুঙ্গিও পরাতে পারেন। এখন ফ্যাশনে সবাই চায় চলতি ধারা অনুসরণ করতে। তবে বড়দের ফ্যাশনে যত দ্রম্নত পরিবর্তন আসে, ছোটদের ক্ষেত্রে কিন্তু ততটা নয়। বড়দের পোশাকের কিছু কিছু ধারাই বরং ঢুকে পড়ে শিশুদের পোশাকে। তবে শিশুদের পোশাকের 'ট্রেন্ড সেটার' মূলত মায়েরা। মা যেমন পোশাক পরাতে চান, শিশু তেমন পোশাকই পরবে। একজন মা-ই বোঝেন তার শিশুকে কেমন পোশাক পরলে মানাবে, কোনটাতে তারা আরাম পাবে। এবার বৈশাখে অন্যরকম কাট এবং উজ্জ্বল রঙের ব্যবহার শিশুদের পোশাকে। এবার যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই সুতি কাপড়েই শিশুদের সব পোশাক নকশা করা হয়েছে। মূল রং রাখা হয়েছে লাল ও সাদা। কোনো কোনো পোশাকে সামান্য সোনালি, হলুদ কিংবা নীলের ছোঁয়াও দেখা যাচ্ছে।