পাঞ্জাবিতে বাঙালিয়ানা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
নতুন বছর মানেই রঙের উৎসব, আলোর উৎসব, আনন্দের উৎসব। আর সর্বোপরি বাঙালিয়ানা উদযাপনের উৎসব। পহেলা বৈশাখে ছেলেরা পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, কুর্তা, টি-শার্ট, ধুতি, বেপারি শার্ট বা কুর্তা পরেন। এবারও পোশাকে লাল-সাদা রং প্রাধান্য পাবে। গোল গলার পাশাপাশি হাইনেক বা বেন্ড কলার, হাতার ক্ষেত্রে হাফ ও ফুল হাতার পাশাপাশি থ্রি কোয়ার্টার হাতা, কাটিংয়ের ক্ষেত্রে বডি ফিটিং, আঙরাখা কাট, জমিদারি কাট দেখা যাবে। অনুষঙ্গ হিসেবে বাহারি উত্তরীয় ও হালকা গহনার ব্যবহার থাকবে। পাঞ্জাবির সঙ্গে জিন্সের প্যান্ট কমই দেখা যাবে। বরং চুড়িদার বা ধুতি কাট পায়জামাই বেশি পরবেন তরুণরা। বৈশাখের সঙ্গে লাল-সাদা রঙের রয়েছে ঐতিহ্যগত সম্পর্ক। তাই পোশাক তৈরির ক্ষেত্রে এ দুটি রংকে প্রাধান্য দেয়া হয়েছে। এর পাশাপাশি উৎসবধর্মী অনেক রং ব্যবহার করা হয়েছে। যেমন- অফ হোয়াইট, সবুজ, কালো, হলুদ, বেগুনি আর নীল। ডিজাইন যা-ই হোক, পোশাক হতে হবে আরামদায়ক। বাজার ঘুরে দেখা গেল, আবহমান গ্রামবাংলার হাতপাখার বর্ণিল নকশা, লোকজ মোটিফসহ নানা ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফের ব্যবহার করা হয়েছে ফতুয়া, শার্ট ও পাঞ্জাবিতে। সুতি, অ্যান্ডি সুতি, ভয়েল, জয় সিল্কসহ বিভিন্ন কাপড়ে স্ক্রিন প্রিন্ট, অ্যামব্রয়ডারি করে ফতুয়া করা হয়েছে। খাটো পাঞ্জাবির প্রতি তরুণদের ঝোঁক বেশি। তা আবার বেশ ফিটিং হতে হবে। তবে অনেকে গরমের কারণে ঢিলেঢালা পাঞ্জাবিও পরবেন। পাঞ্জাবির ঝুল যেমনই হোক, কলারটা এবার বেশ বাহারি হবে। পাঞ্জাবির সামনের অংশজুড়ে বড় কারুকাজও চোখে পড়বে। সহজে ধুতি পরার জন্য অনেক ফ্যাশন হাউস ধুতি কাট পায়জামা এনেছে। এসবের কোমরে ইলাস্টিক দেয়া, যা পরতে সহজ।