বস্নাউজে স্টাইল লুক

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ০০:০০

তানিয়া তন্বী
শাড়ির সঙ্গে মিলিয়ে বস্নাউজ নয়, বরং এখন বস্নাউজের সঙ্গে মিলিয়ে শাড়ি বাছাই করছেন অনেক তরুণী। হাল সময়ে বস্নাউজের নকশায় বেশি মনোযোগ দেয়া হচ্ছে। এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এক বস্নাউজ কয়েকটি শাড়ির সঙ্গে পরা যায়। সেই গতানুগতিক গোল গলা ও চোলি কাট নয়, বস্নাউজের কাটে এখন চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। নকশায়ও এসেছে ভিন্নতা। ফিউশন ধরনের বস্নাউজই বেশি নজর কাড়ছে। বস্নাউজের কাট কেমন হবে সেটি নির্ভর করে নিজের পছন্দের ওপর। অনেকে সব সময় একই কাটের বস্নাউজ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে ক্ষেত্রে ভিন্নতা আনা যেতে পারে বস্নাউজের কাপড় ও নকশায়। এক রঙা বস্নাউজের বদলে প্রিন্টের বস্নাউজ পরে নিলে অনেকটা স্টাইলিশ লুক চলে আসে। ছাপা নকশার মধ্যে এখন ফুলেল প্রিন্ট সবচেয়ে ট্রেন্ডি। এ ছাড়া চলছে চেক, বস্নক, বাটিক, স্ক্রিন প্রিন্ট ও পলকা ডট। কটি বস্নাউজ বর্তমানে বস্নাউজের ফ্যাশনে একেবারে নতুন সংযোজন হলো, কটি বস্নাউজ। কোমর পর্যন্ত উচ্চতার কটির মতো বস্নাউজ পরতে দেখা যাচ্ছে আজকাল। আবার একটি বস্নাউজের ওপর ছোট কটি পরার চলও চলছে। এ ধরনের বস্নাউজের সঙ্গে শাড়ির আঁচল পেছন থেকে সামনে নিয়ে এসে পরলে ভালো দেখাবে। চাইলে আঁচল পেছনে নিয়েও পরতে পারেন। কাটে বৈচিত্র্য 'বস্নাউজের কাটে এখন বোট নেক খুব চলছে। চোলি কাটের বস্নাউজ বিদায় নিয়েছে, এখন চলছে প্রিন্সেস কাট বস্নাউজ। অর্থাৎ গাউনের সামনের অংশ ও হাতায় যেমনটি দেখা যায় সে ধরনের বস্নাউজই এখন সবচেয়ে ফ্যাশনেবল। পুরনো দিনের ঢঙে হাইনেক ও লেইসের ব্যবহারও দেখা যাচ্ছে। এ ধরনের বস্নাউজে পেছনের দিকটা বেশির ভাগ সময় খোলা রাখা হচ্ছে। পিঠের কাছে নানা রকম বোতাম বা ফিতা দিয়ে চাকচিক্য আনা যায় এতে'- বললেন রামীম রাজ। সন্ধ্যার দাওয়াতের জন্য জমকালো বস্নাউজ বানিয়ে নিতে পারেন। আজকাল বাজারে সেকুইন, ডলার বসানো ও নানা রকম অ্যাম্ব্রয়ডারি করা কাপড় কিনতে পাওয়া যায়। গজ কাপড় কিনে বস্নাউজ বানিয়ে নিতে পারেন। আবার নকশাহীন কাপড়ের ওপর কারিগর দিয়ে কাজও করিয়ে নেয়া যায়। হাইনেকের বস্নাউজে গলায় ভারী কাজ থাকতে পারে।