গরমে অটুট ঘরের স্নিগ্ধতা

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
গ্রীষ্মের গরমের আঁচে এখনই সবার হাঁসফাঁস অবস্থা। পিচঢালা রাস্তার দিকে তাকালেই চোখ ঝলসে যাচ্ছে। এমন সময় চোখ থেকে অন্তর আপনাকে স্বস্তি দেবে আপনারই অন্দরমহল। শুধু একটু বদল আনতে হবে আপনার অন্দর-সাজ। তাহলে যতই মাথাচাড়া দিয়ে গরম পড়ুক না কেন, ঘরে আপনি থাকবেন কুল অ্যান্ড হ্যাপেনিং। এজন্য ঘরের অতিরিক্ত আসবাবপত্র পাঠিয়ে দিন স্টোর রুমে। আজকাল বেশির ভাগই মানুষই ফ্ল্যাটে থাকেন। ছোট ফ্ল্যাটে যত বেশি আসবাবপত্র থাকবে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই যত খোলামেলা হবে আপনার ঘর, তত বেশি আলো-বাতাস চলাচল করতে পারবে। ঘরে একটা ফুরফুরে মেজাজ তৈরি হবে। গরমকাল মানেই হালকা রং। হালকা রঙে গরম লাগে কম। এটাই আমাদের প্রচলিত ধারণা। তবে বদলে ফেলুন এসব বস্তাপচা লজিক। বাড়ির দরজা, জানালা, কুশন, টেবিল ক্লথ সাজান কমলা, প্যাস্টেল সবুজ, ফুশিয়া, নীল এবং গ্রের নানা ব্রাইট কালার শেড দিয়ে। সূর্যের তাপ ঘরে না ঢুকলেই ঘর থাকবে ঠান্ডা। তাই অনেকেই বাড়িতে মোটা-ভারী ফ্যাব্রিকের পর্দা ব্যবহার করতে থাকেন। কিন্তু ভুলে যান এসব। কারণ এতে আলোর সঙ্গে সঙ্গে বিকালের মিষ্টি বাতাস আপনার ঘরে ঢুকতে পারে না। ফলে ভেন্টিলেশনের অসুবিধা হয়। সে ক্ষেত্রে সুতির বা হালকা ফ্যাব্রিকের পর্দা লাগান। এতে যেমন দিনের-বেলা সূর্যের তাপ আপনার ঘরে আসবে না, তেমনি বিকালে বাতাসও ঘরে ঢুকবে ফুরফুর করে। তবে সবচেয়ে ভালো ব্যাম্বু চিক। এটি দিয়ে জানালা বা বারান্দায় ঘিরে রাখলে অনেকটা ঠান্ডা থাকে ঘর।