নিখুঁত ত্বকের জন্য

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
মেকআপের ক্ষেত্রে শুরুতেই ফাউন্ডেশন যেমন অপরিহার্য, তেমনি ত্বকের সঙ্গে মিলিয়ে সঠিক ফাউন্ডেশনটি বেছে নেয়া কিছুটা ধাঁধার মতোই। ফাউন্ডেশন নির্বাচনের জন্য প্রয়োজন কিছু অনুশীলন আর সতর্কতা অবলম্বন। এ ক্ষেত্রে অবশ্যই চারটি মূল বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো হলো ত্বকের ধরন, পছন্দসই কভারেজ, ত্বকের রং ও বর্ণ। ত্বকের ধরন আপনার ত্বকের ধরন কী, তা আপনাকে বুঝতে হবে। হতে পারে তা শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক অথবা মিশ্র। শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য বেছে নিন আর্দ্রতা দেয় এমন ফাউন্ডেশন। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য ম্যাট ফিনিশের ফাউন্ডেশন সবচেয়ে উপযুক্ত। কভারেজ ত্বকের নিজস্বতা কতখানি ধরে রাখতে চান বা ঢেকে ফেলতে চান, সেটাই হলো কভারেজ। অনেকের ত্বকে দাগ, ব্রণ থাকতে পারে। তারা হয়তো চাইবেন ফাউন্ডেশন দিয়ে এসব ঢেকে ফেলতে। আবার অনেকে চান ত্বকের স্বাভাবিক রূপটাই থাকুক। এ অনুযায়ী হালকা, মাঝারি বা ভারী কভারের ফাউন্ডেশন বেছে নিতে হবে। সব ফাউন্ডেশনেই কভারেজ উলেস্নখ করা থাকে, সে অনুযায়ী বেছে নিন আপনার পছন্দেরটি।