দেয়ালের সঠিক খেয়াল

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
যে কোনো আবাসিক ইমারতকে প্রাণবন্ত করে তোলে ঝকঝকে রঙিন দেয়াল। ইমারতের দেয়ালটি যদি হয়ে পড়ে বিবণর্ ও রংহীন, তবে তা পুরো স্থাপনার সৌন্দযের্কই নষ্ট করে দেয়। সে জন্য ঘরের দেয়ালের পরিচ্ছন্নতা ও সৌন্দযের্র দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এখনকার আধুনিক বাড়ির গৃহসজ্জায় সাধারণত দেয়ালে প্লাস্টিক পেইন্টের ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে ১৫ দিনে একবার ডিটারজেন্ট পানিতে পাতলা নেটের ব্যাগ ভিজিয়ে পুরো দেয়ালটি মুছে নিতে হবে। এ ছাড়া দেয়ালে যদি পেনসিলের দাগ পড়ে বিশেষ করে রং পেনসিলের দাগ, তাহলে একইভাবে দেয়ালটি মুছতে হবে। তার পরও রং পেনসিলের দাগ না উঠলে দেয়ালের রঙের চক দিয়ে ওই জায়গার ওপর ঘষে দিন। এরপর শুকনো নরম কাপড় দিয়ে ওই জায়গার ওপর হালকাভাবে চেপে ধরুন। অনেক সময় দেয়াল বিভিন্ন কাজের জন্য ছিদ্র করা হয়। দেয়ালের এসব ছিদ্র বন্ধ করতে হলে পুটিং বা দেয়ালের রঙের টুথপেস্ট লাগিয়ে দিন। রান্নাঘরের দেয়াল খুব তাড়াতাড়ি অপরিচ্ছন্ন হয়ে যায়। সে ক্ষেত্রে রান্নাঘরে চুলার সঙ্গের দেয়াগুলোয় যদি টাইলস দেয়া না থাকে, সেখানে ওয়াল পেপার ব্যবহার করুন। আর গোসলখানার দেয়ালকে পানির দাগমুক্ত রাখতে চাইলে গোসলখানা ব্যবহারের পর দরজা, ভেন্টিলেটর খুলে দিয়ে দেয়ালগুলো শুকাতে দিন। এ ছাড়া প্রতিটি ঘরের দেয়াল তিন থেকে চার দিন পর ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করুন।