রঙিন মাছের সংসার

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
এতে লাগে না বাড়তি জিনিসপত্রের আধিক্য। কেউ কেউ হয়তো জারের তলানিতে কিছু নুড়িপাথর বিছিয়ে দেয়, কেউ হয়তো সেই পাথরে রোপণ করে গুল্মজাতীয় উদ্ভিদ। সব মিলিয়ে দুটি মাছের এমন নিরিবিলি ভুবন রচনায় আন্তরিক যত্নের প্রয়োজন। এমনটাই জানালেন ঢাকার কাঁটাবন এলাকার অ্যাকিউরিয়ামের মাছ বিক্রেতারা। খেয়াল রাখতে হবে কিছু বিষয়। যেমন- প্রথমেই মাছ বাছাই করতে হবে নিরীহ দেখে। এদের মধ্যে সবার আগে আসবে গোল্ডফিশের নাম। তারপর আছে গাপ্পি, অ্যানজেল, রেইনবো, পার্ল গৌরামি, পস্নাটিস, নিওন টেট্রা ইত্যাদি মাছ। ছোট জারে ফাইটার ফিশ বা বড় আকারের কোনো মাছ না রাখাই ভালো। ফাইটার এক জারে একটা রাখতে পারেন। যে পাত্রে বা পস্নাস্টিকের ব্যাগে মাছ নিয়ে আসবেন, সেটার পানিটুকু নতুন পাত্রেও রাখুন। না হলে নতুন তাপমাত্রার পানিতে মাছগুলো অস্বস্তিতে পড়ে যাবে, মৃতু্যর কারণও হতে পারে। প্রতিদিন মাছদের খাবার দিতে হবে নির্দিষ্ট একটি সময়ে। দিনে ৮-১০টি দানা দুটি মাছের জন্য যথেষ্ট।