শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজি শরতের শুভ্রতায়

সাদা পোশাকের সঙ্গে চোখে নীল, আকাশি, সবুজ রঙের শেড ব্যবহার করতে পারেন অথবা শুধু লাইনার, কাজল, ঘন মাশকারা এবং নু্যড রঙের আইশ্যাডো দিয়েও আকর্ষণীয় করে তুলতে পারেন চোখজোড়া। হোয়াইট স্মোকি মেকআপেও দারুণ গর্জিয়াস লাগবে। আবার চোখের নিচে সাদা, গোলাপি, সবুজ এ ধরনের রংগুলো বেস্নন্ড করে দিলেও দেখতে বেশ গর্জিয়াস লাগবে। চোখে কালো ও সাদা দুই ধরনের স্মোকি মেকআপই মানিয়ে যাবে অনায়াসে। ইদানীং ড্রামাটিক আই মেকআপের চলও লক্ষ্য করা যাচ্ছে বেশ। নীল, ময়ূরকণ্ঠী, বেগুনি প্রভৃতি রং দিয়ে চোখের সাজে ড্রামাটিক লুক আনা যায়। কয়েকটি রঙের ব্যবহার সাজে নিয়ে আসবে আরও বৈচিত্র্য।
নতুনধারা
  ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শরতের দিনে সাদার কথা এলেই সবার আগে মনে পড়ে কাশফুলের কথা। শুভ্রতার মায়ামাখা কাশফুল যেন পবিত্রতা আর শুদ্ধতার প্রতীক। তাই এই শরতে আপনি সাদা পোশাকে দিব্যি মিশে যেতে পারেন প্রকৃতির শুদ্ধতার সঙ্গে। সাদার মায়ায় আপনি হয়ে উঠতে পারেন একেবারে অনন্য।

সাদা হচ্ছে খালি ক্যানভাস। যে কোনো রংই এর ওপর খুলে যায়। তবে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন। গাউন বা পাশ্চাত্য পোশাকে কলার থাকলে একটু উঠিয়ে চুল বাঁধলে ভালো লাগে। অফ শোল্ডার অথবা হাতকাটা পোশাক পরলে চুল খোলা রাখাই ভালো। সাদা পোশাকের সঙ্গে অনেক ভারীভাবে বাঁধা চুলও ভালো লাগে। আবার অনেক পরিপাটি করে বাঁধলে অভিজাত লাগে।

সাদা পোশাকের সঙ্গে চোখে নীল, আকাশি, সবুজ রঙের শেড ব্যবহার করতে পারেন অথবা শুধু লাইনার, কাজল, ঘন মাশকারা এবং নু্যড রঙের আইশ্যাডো দিয়েও আকর্ষণীয় করে তুলতে পারেন চোখজোড়া। হোয়াইট স্মোকি মেকআপেও দারুণ গর্জিয়াস লাগবে। আবার চোখের নিচে সাদা, গোলাপি, সবুজ এ ধরনের রংগুলো বেস্নন্ড করে দিলেও দেখতে বেশ গর্জিয়াস লাগবে। চোখে কালো ও সাদা দুই ধরনের স্মোকি মেকআপই মানিয়ে যাবে অনায়াসে। ইদানীং ড্রামাটিক আই মেকআপের চলও লক্ষ্য করা যাচ্ছে বেশ। নীল, ময়ূরকণ্ঠী, বেগুনি প্রভৃতি রং দিয়ে চোখের সাজে ড্রামাটিক লুক আনা যায়। কয়েকটি রঙের ব্যবহার সাজে নিয়ে আসবে আরও বৈচিত্র্য।

সাদার সঙ্গে বস্নাশনও অনেক ভারী ব্যবহার করার সুযোগ রয়েছে। পোশাকে যেহেতু রঙের ব্যবহার থাকছে না, তাই সাজে উজ্জ্বলতা আনতে পারেন অনায়াসে। এ ক্ষেত্রে চোখের মেকআপ ভারী হলে লিপস্টিকের রং ব্যবহার করুন হালকা আর গাঢ় রঙের লিপস্টিক হলে চোখ সাজিয়ে নিন একেবারে ন্যাচারালভাবে। আবার সাদা পোশাকে একটু ছিমছাম ও সাদামাটা দেখাতে চাইলে হালকা টোনের মেকআপ আর জমকালো ভাব আনতে জমকালো মেকআপ ব্যবহার করুন।

সাদা পোশাক বা শাড়ির সঙ্গে গয়না বাছার ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা আছে। মুক্তার মালাটা যেন সবচেয়ে বেশি মানায়। রুপার গহনাও ভারিক্কি ভাব নিয়ে আসে। সাদার সঙ্গে নজর কাড়ায় রঙিন উপাদানের তৈরি গয়নাও। হতে পারে সেটা কাপড়ের, সুতা কিংবা বিডসের তৈরি। সাদার নিষ্পাপ রূপ পুরো সাজে নিয়ে আসতে পারে বৈচিত্র্য। বিশেষজ্ঞদের মতে একটু আর্টিস্টিক মনোভাব কিন্তু আপনার সাজে নিয়ে আসবে ভিন্নতা। সাদা শাড়ির সঙ্গে বস্নাউজটি হতে পারে কাজ করা। হতে পারে চিকেনের তৈরি। বস্নাউজের হাতায় কিংবা পেছনের গলায় কাটটা ভিন্ন করুন। সাদা রঙের পোশাক নিয়ে আসে আরাম। রংহীন এই রংটির জগৎ কিন্তু প্রশান্তিময়, যেখানে কাজ করে শুধুই ভালো লাগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67760 and publish = 1 order by id desc limit 3' at line 1