সং ক্ষে পে

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দূরে থাক দাগ ছোপ রঙ বেরঙ ডেস্ক আমাদের মুখ বা শরীরে এমন অনেক দাগ থাকে যা আমাদের সৌন্দর্যকে নষ্ট করে। দাগ শুধু আমাদের সৌন্দর্য নষ্ট করে তা নয়- সঙ্গে সঙ্গে আমাদের আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। তবে এই সমস্যার আছে নানা আয়ুর্বেদিক সমাধান যা সহজেই আমরা করতে পারি ঘরোয়া সব উপকরণ দিয়েই! তাহলে চলুন জেনে নিই শরীরের বিভিন্ন স্থানে দাগ দূর করার পদ্ধতিগুলো! দাগ দূর করার ক্ষেত্রে প্রথমেই আসে লেবু ও শসার রসের কথা। একটি আস্ত লেবু চিপে নিন এবং একটি শসার চারভাগের একভাগের রস একটি কাঁচের বাটিতে নিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি তুলোর সাহায্য দিনে তিনবার ব্যবহার করুন। লেবুর সাইট্রিক এসিড সাহায্য করবে সঙ্গে সঙ্গে দাগও দূর করবে। এছাড়া লেবু ও শসার মিশ্রণ দাগ দূর করতে খুব দ্রম্নত কাজ করে। অ্যালোভেরা জেলও দাগ দূর করার ক্ষেত্রে বেশ উপকারী। অ্যালোভেরার রসকে বলা হয় রূপচর্চার জাদুকর। শুধু রূপচর্চা নয়, অ্যালোভেরার জুস শরীরের জন্য খুবই উপকারী। অ্যালোভেরায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা দূর করতে চমৎকার কাজ করে। তাজা অ্যালোভেরার পাতা নিন। এরপর উপরের সবুজ অংশ ফেলে দিয়ে ভেতরের সাদা জেল নিয়ে আলতো হাতে একটু ডলে নিয়ে মুখে লাগান দিনে তিনবার এবং অবশ্যই প্রতিদিন। অ্যালোভেরা দিনের যে কোনো সময় ব্যবহার করা যায় এবং যে কোনো দাগ খুব দ্রম্নত দূর করতে এর কোনো জুড়ি নেই। এদিকে চন্দন আর গোলাপজল প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসা অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকরী উপাদান। ১টি কাঁচের বাটিতে ২ চা-চামচ চন্দনগুঁড়া নিন এবং এর মধ্যে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন এবং যে যে স্থানে দাগ আছে সেখানে লাগিয়ে সারারাত রাখুন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।