যত্ন হোক আমলকী জবায়

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রঙ বেরঙ ডেস্ক এই ব্যস্ত লাইফস্টাইলে স্ট্রেস, পলিউশন এ সবকিছুর মধ্যে কখন যে চুল তার স্বাভাবিক অবস্থা থেকে অনেক অস্বাস্থ্যকর অবস্থায় চলে যায়, তা সহজে বোঝা যায় না। চুল নিয়ে কমন কিছু সমস্যা যেমন- অতিরিক্ত চুল পড়া, ড্রাই হেয়ার, অকালে চুল পেকে যাওয়া, ড্যানড্রাফ বা খুশকি এসব নিয়ে কম-বেশি আমরা সবাই ভুক্তভোগী। জবা ফুল ও আমলকী আমাদের এই চুলের যত্নে দারুণভাবে কাজ করে। চুলের উজ্জ্বলতা বজায় রাখে জবার নির্যাস। কারণ জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও বি ১৩, যা আপনার চুলের কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে দেয়। যার ফলে আপনি ফিরে পাবেন আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা এবং চুল হবে ঝলমলে, কালো আর উজ্জ্বল। এটি স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। জবা ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড এবং ভিটামিন সি, যা চুলের কেরাটিন তৈরিতে সাহায্য করে। কেরাটিন আমাদের চুলের স্বাস্থ্য রক্ষার মূল উপাদান এবং ভিটামিন সি স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে যা চুল পড়ে যাওয়ার সমস্যা রোধ করে। জবা ফুলের কার্যকারিতা এতটাই বেশি যে এমনকি চুলের টাক পড়ে যাওয়া স্থানেও নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলের যত্নে আমলকীর গুণাগুণ নিয়ে আমরা কম-বেশি সবাই পরিচিত।