স্মোকি আই মেকআপ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
চোখের সাজের ক্ষেত্রে স্মোকি আই মেকআপ এখন অনেকেরই পছন্দের। স্মোকি আই দিন এবং রাতের বেলায় করা যায়। এ ছাড়া পার্টিতেও বেশ মানিয়ে যায় এটি। তবে এই আই মেকআপের মূল শর্ত হচ্ছে বেন্ডিং। যত বেশি আইশ্যাডো বেন্ড করবেন, আপনার আই লুক তত সুন্দরভাবে ফুটে উঠবে। আই লিড প্রিপেয়ার করে নিয়ে আই লিডের নিচের অংশে ডার্ক কালারের একটা আইশ্যাডো বেইজ লাগিয়ে নিন। হতে পারে একটা ডার্ক কোনো কাজল বা জেল লাইনার। এটি ভালোভাবে স্মাজ করে নিন। এর ওপর পছন্দ মতো ডার্ক কালার লাগিয়ে বেস্নন্ড করে নিন। এরপর ডার্ক কালার -টির লাইন উপর দিকে যেখানে শেষ হয়েছে, সেখানে তার থেকে লাইট একটি কালার লাগিয়ে বেস্নন্ড করুন। এভাবে ২-৪টি কালার লাগিয়ে বেস্নন্ড করে ক্রিজ পর্যন্ত চলে যান। মূলত এটি ডার্ক থেকে লাইট কালারের দিকে যাবে। লোয়ার ল্যাশ লাইনেও সেইম কাজই করুন এবং ভালোভাবে বেস্নন্ড করে দিন। চাইলে আইলিডে শিমারি কালার-ও লাগাতে পারেন। এরপর লাইনার, মাশকারা এবং আইল্যাশ লাগিয়ে নিলেই হয়ে গেল।