পছন্দের সুগন্ধি

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
আসলে সুগন্ধি হলো ব্যক্তিত্বেরই একটি অংশ। আপনি সুগন্ধি ব্যবহারের আদবকেতা যত ভালো রপ্ত করতে পারবেন, আপনার ব্যক্তিত্বও তত অসাধারণ হয়ে ফুটে উঠবে। আপনি ব্যক্তিজীবনে যেমন আছেন, সুগন্ধি নির্বাচনের ক্ষেত্রেও সেরকমই প্রাধান্য দিন। যে কোনো সময় ও অভিজ্ঞতায় আপনি আসলে কেমন এবং কী ভালোবাসেন, এটা জানা থাকলে মনে আনন্দের সঞ্চার ঘটে। সুগন্ধি নির্বাচনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। নিজেকে প্রশ্ন করুন, 'আপনি কি সতেজতা ও নির্মলতা ভালোবাসেন?' 'আপনি কি মিষ্টি অথবা ফুলেল কোনোকিছু ভালোবাসেন?' 'আপনি কি তীব্র ও ঝাঁঝালো কিছুকে ভালোবাসেন?' তাহলে এমন কোনো সুগন্ধির ব্র্যান্ডকে বেছে নিন, যা আপনার ব্যক্তিত্বকে জাগিয়ে তুলবে এবং আপনার আশপাশে থাকা মানুষজনও তার আঁচ পাবে। শুধু উপহার হিসেবে পেয়েছেন বলে অথবা বন্ধুকে দেখে উৎসাহিত হয়েই একটি ব্র্যান্ড হুট করে কিনে ফেলবেন না। নিজে যেটা ব্যবহার করে তৃপ্তি পাবেন বলে মনে করেন, সেটিই বেছে নিন। বিশেষ একটি সুগন্ধি অন্যের দেহে যেভাবে কাজ করে, আপনার দেহে তা সেভাবে করবে না। কাজেই সুগন্ধি কেনার আগে নিজের ত্বকের ওপর পরীক্ষা করুন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন ফলাফলের জন্য। ২০ মিনিটের চেয়ে বেশি সময় না লাগলে এটিই আপনার জন্য পারফেক্ট সুগন্ধি! অনেক সুগন্ধি ব্যবহারকারীরাই চুলে সুগন্ধি মাখেন দীর্ঘসময় ধরে সুগন্ধ পাওয়ার জন্য। এটি করবেন না! কারণ, বাজারের বেশির ভাগ সুগন্ধিতেই অ্যালকোহল থাকে, আর অ্যালকোহল চুলকে শুষ্ক করে তোলে। যদিও চুল আমাদের ত্বকের তুলনায় সুগন্ধি ভালো ধরে রাখতে পারে। কারণ দৈহিক তাপের কারণে সুগন্ধি আমাদের ত্বকে বেশিক্ষণ স্থায়ী হয় না। যদি আপনি চুল থেকেও আপনার প্রিয় সুগন্ধির মতো সৌরভ পেতে চান, তাহলে চুলে ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন। এরপর দুই হাতে সুগন্ধি মেখে তালি দিন, যাতে অ্যালকোহলটুকু হাতের তাপে পুড়ে উধাও হয়ে যায়। এরপর চুলের ভেতর আঙুল চালিয়ে দিন!