গোছানো থাক আলমারি

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ঘর সাজাতে বা গোছাতে আমরা অনেকটা সময়ই ব্যয় করি, অথচ এমন অনেক জিনিসের প্রতিই আমাদের অনেক সময় খেয়াল থাকে না, যেগুলো গুছিয়ে রাখাও অত্যন্ত প্রয়োজন যেমন- আলমারি। আলমারিতে আমাদের পোশাকসহ বহু দরকারি জিনিস থাকে কিন্তু, যেহেতু আলমারির ভেতরটা লোকচক্ষুর আড়ালে থাকে তাই আমরাও এর ভেতরটা গুছিয়ে রাখা নিয়ে অনেক সময়ই খুব একটা মাথা ঘামাই না। মহিলাদের আলমারিতে স্বাভাবিকভাবেই পুরুষদের তুলনায় অনেক বেশি জিনিস থাকে। তাই সব জিনিস যদি ঠিকমতো গোছানো না থাকে বহু ক্ষেত্রেই দেখা যায়, দরকারের সময় ঠিক জিনিসটা হাতের কাছে নেই। তাই প্রয়োজন অনুযায়ী জিনিস ভাগ করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। একটা আলমারিতে সবার পোশাক রাখতে গেলে স্থানাভাব হবেই, সে ক্ষেত্রে একটা তাকেই ভাগ করে করে জিনিস রাখুন। সবার শীতের পোশাক উপরের দিকের তাকে ভাগ করে রাখতে পারেন- এতে একটা তাকে রাখলেও বিশেষ অসুবিধা হবে না। বাড়ির পোশাকও একইভাবে আলাদা করে একটা তাকে রাখুন। শাড়ি আর সু্যট, কোট এগুলো একসঙ্গে ঝুলিয়ে রাখতে পারেন। সবসময় ব্যবহার করেন না এমন জামা-কাপড় অন্য একটা তাকে রাখুন।