ঘরের সাজে পর্দা

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলে বা বাড়িয়ে দেয় ঘরের পর্দা। ঘরের পর্দাও আসবাবের মতো অনেক কথা বলে। এই পর্দা কেবল প্রয়োজনের নয়, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পর্দার সাজ। সুন্দর করে ঘর সাজাতে চাই সঠিক পর্দা। এ ক্ষেত্রে পর্দার রং, ডিজাইন, অ্যাকসেসরি, ম্যাটেরিয়াল বা কাপড় সবই গুরুত্বপূর্ণ। ঘরে শান্ত-শীতলভাব আনতে হালকা রঙের পর্দা নির্বাচন করুন। একই সঙ্গে এই হালকা পর্দা আপনার ঘরকে বড় দেখাতেও সাহায্য করবে। ঘরের দেয়াল ও পর্দার রঙের মধ্যে একটা সম্পর্ক বজায় রাখুন। দেয়ালের রং গাঢ় হলে পর্দার রং হালকা রাখুন। দেয়ালের রং হালকা হলে করুন ঠিক উল্টোটা। আবার যদি দেয়াল আর ঘরের ফার্নিচার একই রঙের হয় তবে পর্দা হোক কন্ট্রাস্ট। আপনার ঘর যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে খুব বেশি লম্বা পর্দা বানাবেন না। ছোটপর্দা ঘরকে বড় দেখাতে সাহায্য করে। পর্দা এমন বাছাই করবেন যেন আপনার পক্ষে ধুতে সহজ হয়। যে পর্দা সহজে ধুতে পারবেন না, সেটা কেনার দরকার নেই। নোংরা পর্দার চেয়ে বাজে কিছু আর হতে পারে না। শোবার ঘরের জন্য হালকা রঙের একটু ভারী পর্দা বেছে নিন, তাতে আলো নিয়ন্ত্রণে সুবিধা হবে। অন্যদিকে ঝলমলে আর স্টাইলিশ পর্দা রাখুন বসার ঘরে। পুরো বাড়িতে একই রকম পর্দা ব্যবহারে ভুল করবেন না। এটা এখন আর চলে না। রং আর ঘরের ধরন মেনে একেক কামরায় একেক রকম পর্দা দিন। ছোট ঘরের জন্য বড় প্রিন্টের পর্দা কখনো ব্যবহার করবেন না। আর ডাবল লেয়ারের পর্দাও নয়। ঘরের দরজায় দেয়ার জন্য হালকা ফুরফুরে পর্দা বেছে নিন। যেখানে আড়ালের খুব বেশি প্রয়োজন নেই সেখানে নেট, ক্রুশ ইত্যাদি পর্দা ব্যবহার করা যেতে পারে।