আদল বুঝে গহনা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
কারও কারও চেহারায় একটা বাঙালিয়ানা আমেজ থাকে, তাদের মুখের গঠনটাই এই ধাঁচের। তারা অনায়াসে মাদুলি ও বাঙালি ঘরানার গহনা পরতে পারেন। দেশজ ঐতিহ্যে তৈরি করা নানান রকম দুলে তাদের দারুণ মানাবে। মুক্তার দুলও এমন চেহারায় মানানসই। মুখের গড়নে খানিকটা পাশ্চাত্যের ধাঁচ থাকলে রিং পরতে পারেন। এ ক্ষেত্রে দেশীয় ঘরানার গহনার পরিবর্তে আধুনিক প্যাটার্নের গহনা বেশি মানাবে। ঘাড়ের আকার যদি একটু ছোট হয়, তাহলে খুব বড় ঝোলানো দুল এড়িয়ে চলুন। কানের দুল যদি কাঁধ ছুঁয়ে থাকে, তবে তা দৃষ্টিকটু লাগবে। চোয়াল বড় আকারের হলে বড় দুল বেছে নিতে পারেন। তাহলে দুলজোড়া কান থেকে নেমে চোয়ালের পাশটাও একটু ঢেকে রাখবে। আবার মুখটা একটু ভাঙা হলেও এ ধরনের বড় দুল বেশ মানানসই। কেউ গহনাকে প্রাধান্য দিয়ে চুল বাঁধেন, কেউ আবার মূল প্রাধান্য দেন চুলের সাজে। বিষয়টি আসলে নির্ভর করে নিজের পছন্দের ওপর। মুখের গড়ন সরু হলে বড়, ভারী দুল মানিয়ে যায় সহজেই। কিন্তু চওড়া ও বড় মুখের কারও যদি এ ধরনের বড় আকারের দুল ভীষণ পছন্দ হয়েই যায়, সে ক্ষেত্রে সাজ-পোশাকে খানিকটা পরিবর্তন আনতেই হবে।