উৎসবে প্রাণের রং

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
তরুণ প্রজন্মের কাছে আড্ডামারা মানেই একটি উৎসবের মতো। কিন্তু আড্ডা মূলত সন্ধ্যাবেলাতেই জমে। তাই সে ক্ষেত্রে একটু উজ্জ্বল রঙের পোশাক পরা যেতেই পারে। তবে সাদা বা ক্রিম রংও হতে পারে আইডিয়াল। এ ছাড়া তুঁতে, হলুদ, হালকা সবুজ, বাদামি রঙের পোশাক বেশ ভালো মানায়। আড্ডায় পোশাক নির্বাচনের সময় গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পরুন। অনেকের থাই মোটা হতে পারে সে ক্ষেত্রে টাইট সালোয়ার না পরে পাতিয়ালা ব্যবহার করতে পারেন? লেগিংস এড়িয়ে চলতে পারেন। শরীরের গড়ন মোটা হলে শাড়িতে কুঁচি কম দিয়ে আঁচল বড় রাখুন। চেহারা স্স্নিম হলে শাড়িতে সরু করে অনেক কুঁচি দিয়ে পরুন। যাদের কাঁধ চওড়া তারা বস্নাউজ বা চুড়িদারে ভি শেপের গলা দিতে পারেন। এতে আপনাকে বেশি মোটা বলে মনে হবে না। মনে রাখবেন, আপনি ফর্সা বা কালো এটা কোনো ব্যাপার নয়, পোশাক নির্বাচনের ব্যাপারে একটু খেয়ালি হলে আড্ডাবাজিতে আপনিই ছড়াবেন উৎসবের রং।