পোশাকে ফ্লোরাল মোটিফ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
শাড়ি, বস্নাউজ, সালোয়ার-কামিজ থেকে শুরু করে ফতুয়া- ফ্লোরাল মোটিফের প্রতিটি পোশাকেই যেন আছে শিল্পীর তুলির ছোঁয়া। সুতি, সিল্ক, তাঁত, হাফ সিল্ক বা জয় সিল্ক, খাদির ওপর নকশা করেছেন ডিজাইনাররা। ফ্লোরাল মোটিফকে প্রাধান্য দিয়েই করা হয়েছে বসন্তের পোশাক। সঙ্গে আছে টাইডাইয়ের কাজ। জবা, গাঁদা, গোলাপ কিংবা নীল অপরাজিতা ফুলে সাজানো হয়েছে শাড়ির আঁচল আর জমিন। শাড়ির মধ্যে বস্নক-বাটিকের নকশার চেয়ে এবার তাঁতই চলবে বেশি। এর সঙ্গে বস্নাউজ হতে পারে ভিন্ন রঙের কিংবা ছাপার। কিছু সালোয়ার-কামিজ করা হয়েছে হলুদ এবং টিয়া রংকে প্রাধান্য দিয়ে। ওড়নায় ব্যবহার করা হয়েছে ছোট-বড় নানা ফুলের মোটিফ। শাড়ির জমিনজুড়ে নানা আঙ্গিকে ফুলের ব্যবহার। আঁচলে ফুলেল মোটিফের ব্যবহারও বেশ নজর কাড়বে। বসন্তে বাইরে বেড়ানোর কথা মাথায় রেখে এবার আঁচলের নকশায় ভারী কাজ করা হয়নি, যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। শাড়ির পাড় এবং আঁচলে থাকছে অ্যামব্রয়ডারি ও হাতের কাজ। অন্যান্যবারের মতো কেবল হলুদ নয়, এবার এর সঙ্গে সবুজ, মেরুন, কমলা, সাদাসহ নানা রঙের ফিউশন ছেলেদের শার্ট, ফতুয়া ও পাঞ্জাবিতে থাকছে ফুলেল মোটিফের ছোঁয়া। একেবারে হলুদ রং বেমানান দেখাবে বলে ছেলেদের শার্ট ও ফতুয়ায় হলুদের সঙ্গে সাদা, কমলাসহ নানা রঙের ফিউশন ব্যবহার করা হয়েছে।