ফুলের সাজে চুল

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
ফাল্গুন মানেই ফুলেল সাজ। চুলের সাজে তাই বাহারি ফুলের উপস্থিতি থাকা চাই-ই। বসন্ত বরণের সাজে কেউ চুল খোলা রাখতে পছন্দ করেন, কেউ খোঁপা আবার কেউ লম্বা বেণিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। খোলাচুলের এক পাশে ক্লিপ আটকে তার ওপর ফুল গুঁজে দিতে পারেন। কানের পাশ দিয়ে হালকাভাবে গুঁজে দিতে পারেন কয়েকটি ফুল। ফুল বড় হলে একটি, ছোট হলে তিন-চারটি। চাইলে সামনের দিকের কিছুটা চুল পেছনে নিতে পারেন। পেছনে চুল আটকানোর জায়গাটিতে আটকে দিতে পারেন পছন্দের ফুল। দুই পাশ থেকে চুল পেঁচিয়ে এনেও (টুইস্ট) পুরো চুল খোলা রাখতে পারেন। এ ক্ষেত্রে দুল ও মেকআপের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় ফুলটিকে আটকে নিন। হালকা অথবা আঁটসাঁট করে খোঁপাও করে নিতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে মালা না পেঁচিয়ে একটু অন্যভাবেও পরতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে পরপর ছোট ফুল গেঁথে নিন অথবা একটি বড় ফুল খোঁপা ও কানের মধ্যে আটকে নিন। বেণিতেও ফুল আটকে তৈরি করতে পারেন ভিন্ন লুক। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে আটকে নিন ক্লিপ দিয়ে। এবার সাধারণভাবে বেণি করে মাঝেমধ্যে ফুল আটকে নিতে পারেন। হলুদ গাঁদা মন কাড়বেই।