পরেছি রঙিন চুড়ি

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
উৎসব অনুষ্ঠানে যোগ দিতে শাড়ি পরেছেন কিন্তু হাতভর্তি চুড়ি থাকবে না- তা কি হয়? বাঙালি রমণীর সাজগোজের অন্যতম অনুষঙ্গই তো এই চুড়ি। বাঙালিয়ানা সাজে বিশেষ কিছু অনুষঙ্গ জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। সাজগোজে সুতি শাড়ি, টিপ, আলতা আর একগোছা রঙিন চুড়ি লাগবেই। এই রীতি আজকের নয়, বহু পুরনো। অঘোষিতভাবে বাঙালি নারীর পরিচয়ের সঙ্গে এসবের অস্তিত্ব মিশে গেছে। চলতে-ফিরতে রিনিঝিনি চুড়ির সৃষ্টি করা অন্যরকম মোহময় দ্যোতনা আপনাকে নিয়ে যাবে অন্য ভুবনে। সে মোহ থেকে আজও বের হয়ে আসতে পারেনি বাঙালি নারীরা। তাই তো যুগ বদলালেও চুড়ির আবেদন ফুরায়নি এতটুকু। বরং চাকচিক্যময় শহুরে জীবনেও মেয়েরা তাদের আসল সৌন্দর্য খুঁজে পান এই রেশমি চুড়িতে। পছন্দের শাড়ি বা থ্রি-পিসের সঙ্গে মিলিয়ে কিনতে ভোলেন না একগোছা মনকাড়া চুড়ি। বছরজুড়েই রাজধানীর গাউছিয়া মার্কেটের ফুটপাত থেকে চুড়ি কিনতে পারবেন। ঢাকার চকবাজারে চুড়ির সবচেয়ে বড় বাজার। এমন কোনো চুড়ি নেই যা এখানে পাওয়া যায় না। এখানে সাধারণত পাইকারি ও খুচরা বিক্রি হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, গাউছিয়া মার্কেট ও এর আশপাশের ফুটপাত, চাঁদনীচক, নিউ মার্কেট, ইস্টার্ন পস্নাজা, বসুন্ধরা সিটি, কর্ণফুলী গার্ডেন সিটি, মৌচাকের বিপণিবিতানগুলোতে চুড়ি কিনতে পাবেন। এ ছাড়া পাড়া-মহলস্নাতেও ফেরিওয়ালারা চুড়ি ফেরি করে বিক্রি করেন। রাজধানীর বাইরে জেলা-উপজেলা কিংবা গ্রামের বাজারেও আছে নানা ধরনের চুড়ির সমাহার।