ত্বকের জন্য কমলা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
যদিও প্রকৃতিতে এখন ফাল্গুনের হাওয়া, কিন্তু বাতাস তো এখনও শুষ্ক। তাই আর্দ্রতাহীন ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন কমলা। শুধু যে কমলালেবু তা নয়, কমলালেবুর খোসার গুণও কম নয়। কমলালেবুর খোসায় থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা আপনার মুখে হওয়া ব্রনের বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রনমুক্ত করে তোলে। একটি গোটা কমলার খোসা ১ কাপ পানিতে সিদ্ধ করে নিয়ে সেই পানি মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। এ ছাড়া ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসার কোনো বিকল্প নেই। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় না। তাতে হিতে-বিপরীত হতে পারে। ত্বকের জন্য তাজা কমলার খোসার সঙ্গে মুসুরের ডাল বেটে নিন। বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে। ট্যান তুলে ত্বক উজ্জ্বল করতে কমলালেবুর তুলনা হয় না। দুই টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস, এক টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মাসে ৩ থেকে ৪ বার করলে ভালো ফল পাবেন।