ফেসিয়াল মিস্ট

প্রকাশ | ০৮ মার্চ ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
গরমের আবহাওয়া শুরু হয়ে গেছে। ঋতু, আবহাওয়া বা তাপমাত্রা যাই হোক না কেন মুখের ত্বক কিন্তু সব সময়ই চায় একটু বিশেষ যত্ন। ফেসিয়াল তো প্রায়ই করেন, কিন্তু ফেসিয়াল মিস্টের ব্যাপারে জানেন কি? জানলে বুঝবেন, এতে উপকার প্রায় ফেসিয়ালের দ্বিগুণ। সামান্য কটা উপাদানেই রয়েছে যত্নের চাবিকাঠি। এক ঝলকে জেনে নিন ফেসিয়াল মিস্টের মিস্ট্রি। যদি কিছুতেই ম্যানেজ করতে না পারেন মুখের শুকনো ভাব, তাহলে মিস্ট ট্রাই করুন আজই। ইনস্ট্যান্ট কুলিং তো পাবেনই, সঙ্গে গেস্না বাড়বে মুখে। মিস্টের জলীয় অংশ ত্বকের অ্যান্ডোডার্ম পর্যন্ত পরিষ্কার করে দেবে টক্সিন। কাজ হবে টোনিংয়ের। বাজার চলতি যেকোনো মিস্ট বেছে নিলেই কিন্তু চলবে না। বরং ভরসা রাখুন অ্যারোমা বেসড অ্যাসেনসিয়াল অয়েলে ভরপুর মিস্টে। টি ট্রি অয়েল, অ্যালোভেরা ও ভিটামিন সি-সমৃদ্ধ টোনারে মুখের চামড়া হবে টানটান আর তরতাজা।