ঝলমলে চুলের জন্য যত্ন

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

রঙ বেরঙ ডেস্ক
অনেক ধরনের সমাধানই হতে পারে আপনার চুলপড়া বন্ধ করতে। অনেক হেয়ার পণ্য যেমন শ্যাম্পু ও কন্ডিশনার আছে যা চুলপড়া বন্ধ করে। আবার আপনার চুলের স্টাইল পরিবর্তন করেও আপনার পাতলা হয়ে যাওয়া চুল দিয়ে অনেক রকম স্টাইল করতে পারেন যাতে চুল কিছুটা ঘন দেখাবে। যারা হেয়ার স্টাইল এক্সপার্ট তারা জানেন কীভাবে ও কোন হেয়ার স্টাইল করলে পাতলা চুল ঘন লাগবে। তাই হেয়ার স্টাইল করার সময় আপনার সমস্যার কথা আপনার পার্লারের হেয়ার স্টাইলিস্টের কাছে খুলে বলুন। এ ছাড়া রূপবিশেষজ্ঞদের পরামর্শ নিন আপনার খাবারের তালিকা ও ভালো চুলের পণ্যের জন্য। তবে চুল বিশেষজ্ঞরা অনেক ধরনের ট্রিটমেন্টের সঙ্গে আপনার চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ঘরোয়া আর প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও আপনি আপনার চুলপড়া রোধ করতে সক্ষম হতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো আপনি যদি আপনার জন্য একটি ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন আর স্ট্রেস থেকে নিজেকে দূরে রেখে মানসিকভাবে ভালো থাকতে পারেন তবে আপনার চুলের স্বাস্থ্যও ভালো থাকবে যা চুলকে ঝরে যেতে বাধা দেবে। তাই আপনার ডাক্তার বা রূপবিশেষজ্ঞের পরামর্শ নিন ও তা অনুসরণ করুন।